ঘরে ফেরা মানুষদের ঠেকাতে ফেরিঘাটে বিজিবি মোতায়েন
সবুজদেশ রিপোর্টঃ
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঘরমুখো মানুষের যাতায়াত ঠেকাতে রোববার থেকে ফেরিঘাটে বিজিবি মোতায়েন করা হচ্ছে।শনিবার রাত থেকেই কিছু সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার রাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান (বিআইডব্লিউটিসি) সৈয়দ মো. তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রোববার সকাল থেকে ফেরিঘাটে বিজিবি মোতায়েন থাকবে।
বিজিবির পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফয়জুর রহমান রাত পৌনে ১০টায় বলেন, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলা প্রশাসনকে সহযোগিতায় শনিবার সন্ধ্যা থেকেই প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর আগে শনিবার বিকালে মানিকগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জেলা প্রশাসক এসএম ফেরদৌস বলেন, বিজিবির ৩টি টিমের মধ্যে একটি টিম মানিকগঞ্জের প্রবেশ মুখ ধল্লায়, দ্বিতীয় টিম বারবারিয়া ও একটি টিম পাটুরিয়া ঘাট এলাকায় অবস্থান করবে।