ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় আটকের ৪ ঘণ্টা পর কৃষককে ফেরত দিল বিএসএফ

  • Reporter Name
  • Update Time : ০১:২১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১
  • ২০৭ Time View

বিএসএফ। ফাইল ছবি

কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশি কৃষককে চার ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ। রোববার (১৬ মে) সকাল ১০টা ২০ মিনিটে পতাকা বৈঠকের মাধ্যমে আব্দুল মালেক মোল্লা (৬৫) নামের ওই কৃষককে ফেরত দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

কৃষক আব্দুল মালেক দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ছলিমেরচর সীমান্ত এলাকার মৃত আমির মোল্লার ছেলে। ভোরের দিকে ছলিমেরচর সীমান্তে নিজ ক্ষেতে কাজে গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়।

বিজিবি সূত্র জানায়, কৃষক আব্দুল মালেক মোল্লা নিজ ক্ষেতে কাজে গেলে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার চরভদ্রা বিএসএফ ক্যাম্পের টহল দল তাকে ধরে নিয়ে যায়। বিনা উস্কানিতে বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদ জানিয়ে এবং তাকে ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি পাঠায় বিজিবি। চিঠি পেয়ে সকাল ১০টায় ৮৫/১৩(এস) সীমান্ত পিলার সংলগ্ন নোম্যান্স ল্যান্ডে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে বিএসএফের পক্ষে ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চরভদ্রা বিএসএফ ক্যাম্পের অধিনায়ক এসি অমিত কুমার সাহা এবং বিজিবির পক্ষে ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ চিলমারী ক্যাম্পের অধিনায়ক সুবেদার বিদ্যুৎ কুমার।

পতাকা বৈঠক শেষে ১০ টা ২০ মিনিটের দিকে আটক কৃষক আব্দুল মালেক মোল্লাকে ফেরত দেয় বিএসএফ। বিএসএফের দাবি, কৃষক আব্দুল মালেক মোল্লা অবৈধভাবে ভারত সীমানায় অনুপ্রবেশ করলে তাকে আটক করা হয়।

Tag :