নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ে এ উপলক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সার্বিক তত্ত¡বধানে আলোচনা সভা, দোয়া মাহফিল ও এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মারুফ বিল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ মাহাবুবার রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি এস.এম সমিনুজ্জামান সমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আয়নাল হাসান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাহেদ, সহ-সভাপতি ইমরান হোসেন, ইয়াসিন হাওলাদার নয়ন, শুভ আহমেদ জনি, যুগ্ম সম্পাদক রিফাত ইবনে হিমেল, কেসি কলেজ ছাত্রদলের সদস্য সচিব বাবর আলী মাহফুজ, কালীগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল রানা, পৌর ছাত্রদলের সদস্য সচিব তরিকুল ইসলাম, কলেজ ছাত্রদলের সদস্য সচিব কামরুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আসাদুল ইসলাম, ফিরোজ ইকবাল, আলাউদ্দিন আলা, শাহাদৎ হোসেন রিওন, তারিকুর রহমান টিপু, মেহেদী হাসান হিরণ, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইয়ারুল ইসলাম, হাসানুজ্জামান ইবন, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল- আামিন হোসেন, হারুন-অর রশিদ রাজা, দিপু পারভেজ, উপজেলা ছাত্রদলের সদস্য মনিরুজ্জামান মুন্না, কাজী তরিকুল, চঞ্চল হোসেন, জুয়েল মিয়া, রাজিবুল ইসলাম রাজীব, পৌর ছাত্রদলের সদস্য সাকিবুল ইসলাম শান্ত, জুয়েল হোসেন, কলেজ ছাত্রদলের সদস্য শাহারিয়ার আলম সীমান্ত, ফাহিম শাহারিয়ারসহ ১১টি ইউনিয়ন, পৌরসভার ৯টি ওয়ার্ড, কলেজ শাখাসহ ছাত্রদলের তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন ও দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ শাহীন আলম।