বাগেরহাটঃ
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মেহেরুন্নেছা শারলী (২২) নামের এক কলেজছাত্রীর। শুক্রবার সকালে খুলনার নবনচোরা এলাকায় এ ঘটনা ঘটে।
মেহেরুন্নেছা শারলী ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের আট্টাকা গ্রামের মৃত মহিউজ্জামান শান্তর মেয়ে। তিনি ঢাকার তিতুমীর কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, শারলী শুক্রবার তার চাচার সাথে মোটরসাইকেলযোগে সাতক্ষীরা থেকে আসার পথে নবনচোরা এলাকায় পৌঁছালে একটি বাইসাইকেলকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সড়কের আয়ল্যান্ডের সাথে ধাক্কা লাগে। এতে দু’জনই গুরুতর আহত হন।
পরে ওই এলাকার লোকজন তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শারলীকে মৃত ঘোষণা করেন।
সবুজদেশ/এসইউ