ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

অন্তঃসত্ত্বা নুসরাত, স্বামী নিখিল বললেন ‘এই সন্তান আমার নয়’

  • Reporter Name
  • Update Time : ১০:০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
  • ৩৩৯ বার পড়া হয়েছে।

সবুজদেশ ডেস্কঃ

মা হতে যাচ্ছেন সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান। শুক্রবার (৪ জুন) সকাল থেকেই তার মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে টলিপাড়ায়। তবে এ বিষয়ে এখন পর্যন্ত নুসরাত কোনো মন্তব্য করেননি।

তবে নুসরাতের অত্যন্ত ঘনিষ্ঠমহল থেকে জানা যাচ্ছে, অভিনেতা যশ দাশগুপ্ত এবং নুসরাতের জীবনে আসতে চলেছে নতুন অতিথি। ১ মাস আগেই এই সুখবর পেয়েছেন তারা। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এমনটিই জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত কয়েকমাস ধরে টানাপড়েন চলছে নুসরাতের ব্যক্তিগত জীবনে। স্বামী নিখিল জৈনের সঙ্গে আইনি বিচ্ছেদ না হলেও একসঙ্গে থাকছেন না তারা।

নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে নিখিল বলেন, ‘এই বিষয়ে আমি কিছুই জানি না। ওর সঙ্গে দীর্ঘদিন আমার কোনো সম্পর্ক নেই। এর থেকেই স্পষ্ট হয়ে যায় যে এই সন্তান আমার নয়।’

প্রতিবেদনে আরও বলা হয়, ‘এসওএস কলকাতা’ ছবির শুটিংয়ের সময় থেকেই যশের প্রেমে পড়েছিলেন নুসরাত। অতঃপর একসঙ্গে সময় কাটাতে শুরু করেছিলেন দু’জনে। এর পরে মরুশহরে দু’জন একসঙ্গে বেড়াতে গেলে প্রেমের গুঞ্জন নিশ্চিত খবরে পরিণত হয়।

সবুজদেশ/এসইউ

Tag :

অন্তঃসত্ত্বা নুসরাত, স্বামী নিখিল বললেন ‘এই সন্তান আমার নয়’

Update Time : ১০:০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১

সবুজদেশ ডেস্কঃ

মা হতে যাচ্ছেন সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান। শুক্রবার (৪ জুন) সকাল থেকেই তার মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে টলিপাড়ায়। তবে এ বিষয়ে এখন পর্যন্ত নুসরাত কোনো মন্তব্য করেননি।

তবে নুসরাতের অত্যন্ত ঘনিষ্ঠমহল থেকে জানা যাচ্ছে, অভিনেতা যশ দাশগুপ্ত এবং নুসরাতের জীবনে আসতে চলেছে নতুন অতিথি। ১ মাস আগেই এই সুখবর পেয়েছেন তারা। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এমনটিই জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত কয়েকমাস ধরে টানাপড়েন চলছে নুসরাতের ব্যক্তিগত জীবনে। স্বামী নিখিল জৈনের সঙ্গে আইনি বিচ্ছেদ না হলেও একসঙ্গে থাকছেন না তারা।

নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে নিখিল বলেন, ‘এই বিষয়ে আমি কিছুই জানি না। ওর সঙ্গে দীর্ঘদিন আমার কোনো সম্পর্ক নেই। এর থেকেই স্পষ্ট হয়ে যায় যে এই সন্তান আমার নয়।’

প্রতিবেদনে আরও বলা হয়, ‘এসওএস কলকাতা’ ছবির শুটিংয়ের সময় থেকেই যশের প্রেমে পড়েছিলেন নুসরাত। অতঃপর একসঙ্গে সময় কাটাতে শুরু করেছিলেন দু’জনে। এর পরে মরুশহরে দু’জন একসঙ্গে বেড়াতে গেলে প্রেমের গুঞ্জন নিশ্চিত খবরে পরিণত হয়।

সবুজদেশ/এসইউ