নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহের শৈলকুপার হাটফাজিলপুর গ্রাম থেকে জালটাকা সহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ সময় উনত্রিশ হাজার একশত জাল টাকা নোট উদ্ধার করা হয়।
হাটফাজিলপুর ক্যাম্পের এসআই মাসুদ হাসান জানান, গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে হাটফাজিলপুর বাজারের পাশ হতে জাল টাকা তৈরীর ৫ জনকে আটক করতে সক্ষম হই।
আটককৃতরা হলো বরিশাল জেলার মৃত এলেম উদ্দিনের ছেলে আঃ সাত্তার (৪৫), ঝালকাঠি জেলার মৃত ওয়াজেদের ছেলে কিবরিয়া (২৮), আঃ লতিফের ছেলে সুমন ( ৩০), টাঙ্গাইল জেলার মৃত জয়নালের ছেলে সাদ্দাম হোসেন (৩০) এবং ঢাকা যাত্রাবাড়ীর মৃত আফতাবের ছেলে মোঃ রনি (২০) । পরে তাদেরকে শৈলকুপা থানায় চালান দেয়া হয়।
শৈলকুপা থানা ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।