নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহে বেড়েছে করোনা সংক্রমনের হার। গত ২৪ ঘন্টায় ৬২ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা সনাক্ত হয়েছে। সনাক্তের হার ২৭ দশমিক ৪১ ভাগ। যা গতকাল ছিল ২৪ দশমিক ৪৫ ভাগ।
সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, বুধবার সকালে খুলনা, কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে আসা করোনার ফলাফলে এসেছে। সেখানে ৬২ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা সনাক্ত হয়েছে। এরমধ্যে ঝিনাইদহ সদরে ৪ জন, হরিণাকুন্ডুতে ৩ জন, কালীগঞ্জে ৩ জন, কোটচাঁদপুরে ২ জন ও মহেশপুর উপজেলায় ৫ জন আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১০ জন। মোট সুস্থ হয়েছেন ২৭৬২ জন ও মোট মৃত্যু’র সংখ্যা ৫৭ জন।
তবে গত ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি। বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি আছে ১০ জন।