ঢাকা ১১:০৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পুকুর থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
  • ২৯২ বার পড়া হয়েছে।

যশোরঃ

কেশবপুরে পুকুর থেকে সোমবার (১৪ জুন) সকালে কাঠ ব্যবসায়ী মোসলেম উদ্দিন মোল্লার (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধারের পর থেকে এলাকার মানুষের ভেতর নানা গুঞ্জন চলছে। ঘটনাটি ঘটেছে সোমবারভোরে উপজেলার বড়েঙ্গা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত বেলায়েত মোল্লার ছেলে। খবর পেয়ে যশোর জেলার সহকারী পুলিশ সুপার আশিক সুজা মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, মোসলেম উদ্দিন মোল্লা সোমবার ভোরে বাড়ি থেকে গাছ কেনার জন্য বের হয়ে যান। সকালে বাড়ির অদূরে একটি পুকুরের ভেতর তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মোসলেম উদ্দিনের লাশ দেখে পরিবারের লোকজন আহাজারি করতে থাকে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মোসলেম উদ্দিন ১ লাখ টাকা নিয়ে গাছ কেনার জন্য ভোরে বাড়ি থেকে বের হয়েছিলেন।

অপরদিকে আবার অনেকে ওই ব্যবসায়ীর মৃত্যুকে রহস্যজনক বলেও ধারণা করছেন। তবে এ নিয়ে এলাকায় নানা গুঞ্জনও রয়েছে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন বলেন, লাশ উদ্ধারের ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করার জন্য লাশ উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সবুজদেশ/এসইউ

Tag :

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

পুকুর থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

Update Time : ০৮:৪৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১

যশোরঃ

কেশবপুরে পুকুর থেকে সোমবার (১৪ জুন) সকালে কাঠ ব্যবসায়ী মোসলেম উদ্দিন মোল্লার (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধারের পর থেকে এলাকার মানুষের ভেতর নানা গুঞ্জন চলছে। ঘটনাটি ঘটেছে সোমবারভোরে উপজেলার বড়েঙ্গা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত বেলায়েত মোল্লার ছেলে। খবর পেয়ে যশোর জেলার সহকারী পুলিশ সুপার আশিক সুজা মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, মোসলেম উদ্দিন মোল্লা সোমবার ভোরে বাড়ি থেকে গাছ কেনার জন্য বের হয়ে যান। সকালে বাড়ির অদূরে একটি পুকুরের ভেতর তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মোসলেম উদ্দিনের লাশ দেখে পরিবারের লোকজন আহাজারি করতে থাকে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মোসলেম উদ্দিন ১ লাখ টাকা নিয়ে গাছ কেনার জন্য ভোরে বাড়ি থেকে বের হয়েছিলেন।

অপরদিকে আবার অনেকে ওই ব্যবসায়ীর মৃত্যুকে রহস্যজনক বলেও ধারণা করছেন। তবে এ নিয়ে এলাকায় নানা গুঞ্জনও রয়েছে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন বলেন, লাশ উদ্ধারের ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করার জন্য লাশ উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সবুজদেশ/এসইউ