ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পূবাইলে চুরির মামলার আসামি ঝিনাইদহে গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৫:২১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
  • ৩৪৪ বার পড়া হয়েছে।

সবুজদেশ রিপোর্ট:

গাজীপুর মহানগরীর পূবাইলে একটি পোশাক কারখানায় চুরির মামলার আসামি আলমাসকে (৩৫) ঝিনাইদহ থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় চুরি যাওয়া ১০ লাখ টাকা।

গ্রেফতার আলমাস ঝিনাইদহ জেলা সদরের হলনবেড়ি এলাকার আবদুর রব জোয়ারদারের ছেলে।

মঙ্গলবার পূবাইল থানার ওসি মহিদুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিকে শনিবার গ্রেফতার ও কিছু টাকা উদ্ধার করা হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে বাকিদের ধরে আইনের আওতায় আনা যাবে।

আসামিকে আদালতের মাধ্যমে পাঁচ দিনের রিমান্ড চাইলে বিজ্ঞ গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রোববার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। জড়িত বাকি আসামি ও টাকা উদ্ধারের চেষ্টায় অভিযান চলছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরহাদ হোসেন।

জানা যায়, পূবাইল থানার মাজুখান এলাকার এএম ফ্যাশন নামক পোশাক কারখানায় গত মঙ্গলবার দিবাগত রাতে চুরির ঘটনা ঘটে। পর দিন কোম্পানি পরিচালক মামুনুর রশীদ বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে পূবাইল থানায় ১০ লাখ টাকা চুরির মামলা করেন। তথ্যপ্রযুক্তির সাহায্যে ঝিনাইদহ থেকে তিন দিনের মধ্যে টাকাসহ মামলার আসামি আলমাসকে গ্রেফতার করা হয়।

Tag :

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

পূবাইলে চুরির মামলার আসামি ঝিনাইদহে গ্রেফতার

Update Time : ০৫:২১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১

সবুজদেশ রিপোর্ট:

গাজীপুর মহানগরীর পূবাইলে একটি পোশাক কারখানায় চুরির মামলার আসামি আলমাসকে (৩৫) ঝিনাইদহ থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় চুরি যাওয়া ১০ লাখ টাকা।

গ্রেফতার আলমাস ঝিনাইদহ জেলা সদরের হলনবেড়ি এলাকার আবদুর রব জোয়ারদারের ছেলে।

মঙ্গলবার পূবাইল থানার ওসি মহিদুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিকে শনিবার গ্রেফতার ও কিছু টাকা উদ্ধার করা হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে বাকিদের ধরে আইনের আওতায় আনা যাবে।

আসামিকে আদালতের মাধ্যমে পাঁচ দিনের রিমান্ড চাইলে বিজ্ঞ গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রোববার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। জড়িত বাকি আসামি ও টাকা উদ্ধারের চেষ্টায় অভিযান চলছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরহাদ হোসেন।

জানা যায়, পূবাইল থানার মাজুখান এলাকার এএম ফ্যাশন নামক পোশাক কারখানায় গত মঙ্গলবার দিবাগত রাতে চুরির ঘটনা ঘটে। পর দিন কোম্পানি পরিচালক মামুনুর রশীদ বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে পূবাইল থানায় ১০ লাখ টাকা চুরির মামলা করেন। তথ্যপ্রযুক্তির সাহায্যে ঝিনাইদহ থেকে তিন দিনের মধ্যে টাকাসহ মামলার আসামি আলমাসকে গ্রেফতার করা হয়।