ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোলে অনির্দিষ্টকালের কঠোর বিধিনিষেধ

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
  • ২২১ বার পড়া হয়েছে।

যশোরঃ

করোনার সংক্রমণ ঠেকাতে বেনাপোলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে শার্শা  উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের এক গণবিজ্ঞপ্তিতে মঙ্গলবার রাতে শার্শা উপজেলাকেও বিধিনিষেধের আওতায় রাখা হয়েছে। 

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা জানান,  উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই কঠোর বিধিনিষেধ আরোপ করার নির্দেশনা দেওয়া হয়েছে।  পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিনা প্রয়োজনে ঘরের বাইরে যাওয়া যাবে না, জনসমক্ষে বাধ্যতামূলক মাস্ক পরিধান, সব  গণপরিবহন বন্ধসহ বিকাল ৫টার পর সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে।

মোটরসাইকেলে একজন ও ইজিবাইকে দুজনের বেশি যাত্রী বহন নিষেধ, সব ধরনের গণজমায়েত, সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়। হোটেল-রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না, চায়ের দোকানে বেঞ্চ, কেরাম বোর্ড ও টেলিভিশন রাখা যাবে না। 

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, গত ২৪ ঘণ্টায় বেনাপোল ও শার্শায় ৩০টি নমুনার মধ্যে ২২টি করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭৩ দশমিক ৩৩ শতাংশ।

Tag :

বেনাপোলে অনির্দিষ্টকালের কঠোর বিধিনিষেধ

Update Time : ০৫:৪৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১

যশোরঃ

করোনার সংক্রমণ ঠেকাতে বেনাপোলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে শার্শা  উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের এক গণবিজ্ঞপ্তিতে মঙ্গলবার রাতে শার্শা উপজেলাকেও বিধিনিষেধের আওতায় রাখা হয়েছে। 

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা জানান,  উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই কঠোর বিধিনিষেধ আরোপ করার নির্দেশনা দেওয়া হয়েছে।  পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিনা প্রয়োজনে ঘরের বাইরে যাওয়া যাবে না, জনসমক্ষে বাধ্যতামূলক মাস্ক পরিধান, সব  গণপরিবহন বন্ধসহ বিকাল ৫টার পর সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে।

মোটরসাইকেলে একজন ও ইজিবাইকে দুজনের বেশি যাত্রী বহন নিষেধ, সব ধরনের গণজমায়েত, সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়। হোটেল-রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না, চায়ের দোকানে বেঞ্চ, কেরাম বোর্ড ও টেলিভিশন রাখা যাবে না। 

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, গত ২৪ ঘণ্টায় বেনাপোল ও শার্শায় ৩০টি নমুনার মধ্যে ২২টি করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭৩ দশমিক ৩৩ শতাংশ।