চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় দালালসহ ৯ জনকে আটক করেছে ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি।
বুধবার সকাল ৭টার দিকেমহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিন জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চুয়াডাঙ্গা জেলার জীবনগর থানার হাসাদাহ বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন নারী ও এক শিশু রয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন, খুলনা জেলার ফুলতলা থানার দামুদা গ্রামের মৃত আব্দুল সাত্তার এর ছেলে মোঃ মিঠু শেখ (৩৯), তার স্ত্রী তানিয়া বেগম (৩৩), ডুমুরিয়া থানার চিচড়ি গ্রামের ইমন আলী সরদার এর ছেলে মোঃ আব্দুল হালিম (৪০), রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানার নতুনপাড়া গ্রামের মৃত আলী আহমদ এর স্ত্রী রশিদা বেগম (৫৫), নড়াইল জেলার কালিয়া থানার মাধবপাশা গ্রামের কিশলো মৃধা এর ছেলে সুজন মৃধা (১৫), কালিয়া গ্রামের মোঃ আব্দুস ছামাদ এর ছেলে মিলন হোসেন (৩৩) এবং অবৈধভাবে সীমান্ত পারাপারের সহায়তাকারী ঝিনাইদহ জেলার মহেশপুর থানার শ্যামকুড় গ্রামের রায়হান মোল্লা এর ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩০) এবং পীরগাছা গ্রামের মুনসুর আহমেদ এর ছেলে মোঃ সেলিম (৩৩) এবং এক শিশু রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান। তিনি জানান, আটককৃত বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে এবং অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তা করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১ (১) (গ) ধারায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।