কোকাকোলা নিয়ে রোনালদোর কাণ্ড, বিপাকে উয়েফা
সবুজদেশ ডেস্কঃ
পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য বিপাকে পড়েছে উয়েফা। সংবাদ সম্মেলনে এসে টেবিলের ওপর থেকে কোকাকোলার বোতল সরিয়ে রেখে সুস্থ থাকার জন্য পানিপানের পরামর্শ দেন রোনালদো।
পুর্তগিজ সুপারস্টারের এমন পরামর্শে বিপাকে পড়েছে কোমলপানীয় প্রতিষ্ঠান কোকাকোলা। এ ঘটনার মাত্র আধাঘণ্টার ব্যবধানে ইউরোর শেয়ারবাজারে ১.৬ শতাংশ দাম কমে যায় কোকাকোলার।
এজন্য বৃহস্পতিবার উয়েফা এক বিবৃতি দিয়ে দলগুলোকে তাদের দায়িত্বের কথা মনে করিয়ে দিয়েছে।
রোনালদোর দেখাদেখি সংবাদ সম্মেলনে এসে টেবিলের ওপর থেকে মদের বোতল সরিয়ে রাখেন ফ্রান্সের মুসলিম তারকা পল পগবা। তার প্রসঙ্গে ইউরোর টুর্নামেন্ট পরিচালক মার্টিন ক্যালেন বলেছেন, পগবা যদি ধর্মীয় কারণে এটা করে থাকেন তবে সেখানে বোতল রাখার দরকার নেই।
তিনি আরও বলেন, উয়েফা থেকে আমরা কখনো কোনো খেলোয়াড়কে সরাসরি জরিমানা করি না। তবে আমি সবাইকে তাদের দায়িত্বের কথা জানিয়ে দিয়েছি কিন্তু জরিমানার সুযোগ সব সময়ই থাকে।
রোনালদোর দেখাদেখি ইতালির ম্যানুয়েল লোকাতেল্লি সংবাদ সম্মেলনে এসে কোকাকোলার বোতল সরিয়ে দিয়ে পানির বোতল রেখেছেন।
বৃহস্পতিবার ইউক্রেনের আন্দ্রি ইয়ারমোলেঙ্কো সংবাদ সম্মেলনে এসে রোনালদোর সঙ্গে মজা করতে চাইলেন। সংবাদ সম্মেলন সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, একটা কাজ করতে পারি? রোনালদোকে কোকাকোলার বোতল সরিয়ে রাখতে দেখেছি। আমিও কোকাকোলার বোতল সরিয়ে রাখছি।
সবুজদেশ/এসইউ