খুলনা:
খুলনা করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন করোনায় ও একজনের মৃত্যু হয়েছে উপসর্গে।
সোমবার (২১ জুন) সকালে খুলনা করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা হাসপাতালের রেডজোনে চারজনের ও ইয়ালোজোনে একজনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে ভর্তি হয়েছেন ৩২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। আর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন ২০ জন। সোমবার সকাল পর্যন্ত খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে ১৬১ জন চিকিৎসাধীন রয়েছেন।
করোনায় মৃতরা হলেন, খুলনার দিঘলিয়ার আইয়ুব আলী (৫৬), নগরীর করিমনগরের আলমগীর খান (৫৯), বটিয়াঘাটার নিত্যানন্দ বিশ্বাস (৫৫) ও রামপালের খান তৈয়ব আলী (৭৫)। আর জেলায় করোনা উপসর্গে একজনের মৃত্যু হয়েছে।
এদিকে রোববার (২০ জুন) রাতে খুমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় ১১১ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
খুলনা মেডিকেল কলেজের (খুমেক) উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, খুমেকের পিসিআর মেশিনে ৪৩৭ জনের নমুনা পরীক্ষায় ১১১ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এদের মধ্যে খুলনার ৩১৯ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৮০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বাগেরহাটে ১৯ জন, যশোরে চারজন, সাতক্ষীরায় একজন, নড়াইলে দুজন, গোপালগঞ্জ দুজন, ঝিনাইদহের একজন ও পিরোজপুরের দুজনের করোনা শনাক্ত হয়।