ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে ‘লকডাউন’ বাড়ল আরও সাতদিন

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
  • ২২৪ বার পড়া হয়েছে।

যশোর:

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় যশোরে চলমান ‘লকডাউন’ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

বুধবার (২৩ জুন) থেকে ৩০ জুন পর্যন্ত প্রশাসন আরও কঠোর অবস্থানে থাকবে বলে করোনা প্রতিরোধ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (২২ জুন) যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান এ সাতদিন সর্বাত্মক বিধিনিষেধ প্রতিপালনে নতুন করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৯ জুন থেকে যশোর ও নওয়াপাড়া পৌর এলাকায় লকডাউন জারি করে প্রশাসন। পরে যশোর পৌরসভার লাগুয়া উপশহর, নওয়াপাড়া, আরবপুর ও চাঁচড়া ইউনিয়ন, ঝিকরগাছা সদর, বেনাপোল পৌরসভা, কেশবপুর পৌরসভায় লকডাউন জারি করে। তাতেও জেলায় করোনা সংক্রমণের লাগাম টেনে ধরা যাচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় যশোরে ৩০ জুন পর্যন্ত আরও এক সপ্তাহ চলমান লকডাউন বাড়ানো হয়েছে।

এবারে সাতদিন লকডাউনের মধ্যে কাঁচাবাজার, মাছ বাজার, ফুল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে। একই সঙ্গে সব ধরনের দোকানপাট, শপিং মল, হোটেল, রেস্তোরাঁ, চায়ের দোকান, বিপণী বিতান বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। তবে ওষুধের দোকান সার্বক্ষণিক খোলা রাখা যাবে।

এছাড়া জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল, গণপরিবহন ও ট্রেন চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে সিএনজি, রিকশা, ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল, থ্রিহুইলারসহ সব যান চলাচল বন্ধ থাকবে। তবে, রোগী ও জরুরি পরিবহন সেবা চালু থাকবে। মসজিদে প্রতি নামাজের ওয়াক্তে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমসহ পাঁচজন ও জুম্মার নামাজে ২০ জনের বেশি মুসুল্লি অংশ নিতে পারবেন না।

এ বিষয়ে যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, যশোরে ১৫ দিনের বিধিনিষেধ কার্যকর করেও করোনা সংক্রমণ কমানো যায়নি। তাই আরও সাতদিন বাড়িয়ে এবার সর্বাত্মক প্রতিপালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৩০ জুন পর্যন্ত আরও কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।

Tag :

যশোরে ‘লকডাউন’ বাড়ল আরও সাতদিন

Update Time : ০৭:৩৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১

যশোর:

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় যশোরে চলমান ‘লকডাউন’ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

বুধবার (২৩ জুন) থেকে ৩০ জুন পর্যন্ত প্রশাসন আরও কঠোর অবস্থানে থাকবে বলে করোনা প্রতিরোধ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (২২ জুন) যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান এ সাতদিন সর্বাত্মক বিধিনিষেধ প্রতিপালনে নতুন করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৯ জুন থেকে যশোর ও নওয়াপাড়া পৌর এলাকায় লকডাউন জারি করে প্রশাসন। পরে যশোর পৌরসভার লাগুয়া উপশহর, নওয়াপাড়া, আরবপুর ও চাঁচড়া ইউনিয়ন, ঝিকরগাছা সদর, বেনাপোল পৌরসভা, কেশবপুর পৌরসভায় লকডাউন জারি করে। তাতেও জেলায় করোনা সংক্রমণের লাগাম টেনে ধরা যাচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় যশোরে ৩০ জুন পর্যন্ত আরও এক সপ্তাহ চলমান লকডাউন বাড়ানো হয়েছে।

এবারে সাতদিন লকডাউনের মধ্যে কাঁচাবাজার, মাছ বাজার, ফুল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে। একই সঙ্গে সব ধরনের দোকানপাট, শপিং মল, হোটেল, রেস্তোরাঁ, চায়ের দোকান, বিপণী বিতান বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। তবে ওষুধের দোকান সার্বক্ষণিক খোলা রাখা যাবে।

এছাড়া জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল, গণপরিবহন ও ট্রেন চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে সিএনজি, রিকশা, ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল, থ্রিহুইলারসহ সব যান চলাচল বন্ধ থাকবে। তবে, রোগী ও জরুরি পরিবহন সেবা চালু থাকবে। মসজিদে প্রতি নামাজের ওয়াক্তে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমসহ পাঁচজন ও জুম্মার নামাজে ২০ জনের বেশি মুসুল্লি অংশ নিতে পারবেন না।

এ বিষয়ে যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, যশোরে ১৫ দিনের বিধিনিষেধ কার্যকর করেও করোনা সংক্রমণ কমানো যায়নি। তাই আরও সাতদিন বাড়িয়ে এবার সর্বাত্মক প্রতিপালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৩০ জুন পর্যন্ত আরও কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।