চুয়াডাঙ্গা:
বিশ্বসেরা ফুটবলার লিউনেল মেসির ৩৪তম জন্মদিন ছিল বৃহস্পতিবার (২৪ জুন)। আর এই ফুটবলারের অগণিত ভক্ত রয়েছে দেশের আনাচে-কানাচে। চুয়াডাঙ্গাও তার বাইরে নয়। মেসির দেশ থেকে ১০ হাজার মাইল (১৭ হাজার কিলোমিটার) দূরে থেকেও ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মেসির জন্মদিন পালন করেছেন তার কয়েকজন ভক্ত।
আর্জেন্টাইন ফুটবলার মেসির ৩৪তম জন্মদিন উপলক্ষে চুয়াডাঙ্গার তরুণ ভক্তরা গরিব অসহায় ও দুস্থদের মাঝে এক টাকা কেজিতে ৫০০ কেজি আটা ও ৫০০ মাস্ক বিতরণ করে এলাকায় সাড়া ফেলেছেন।
এর আগে বৃহস্পতিবার রাত ১১টায় দামুড়হুদার দাসপাড়ায় সীমিত পরিসরে জন্মদিন উপলক্ষে গোপনে একটি কেক কাটেন ‘১৫ মেসিভক্ত দামুড়হুদা’ নামের সংগঠনের সদস্যরা।
এর আগে গতবছর মেসির ৩৩তম জন্মদিনে দামুড়হুদা বাসস্ট্যান্ডে একটি কফি হাউজে সামাজিক দূরত্ব না মেনে মেসির জন্মদিন পালন করায় ভ্রাম্যমাণ আদালতে এই মেসিভক্তদের জরিমানা গুনতে হয়েছিল। দেশ-বিদেশের গণমাধ্যমে জরিমানার সংবাদটি স্থান পায়। এ কারণে এবার গোপনে কেক কাটা হয়েছে।
দামুড়হুদার ‘১৫ মেসিভক্ত’ নামের সংগঠনের মুখপাত্র শুভ দাস বলেন, ‘২০ সালের ২৪ জুন রাতে একটি ক্যাফেতে কেক কেটে ও কফি পান করে মেসির ৩৩তম জন্মদিন পালন করছিলাম আমরা। কবে সামাজিক দূরত্ব না মানায় ওই সময় জরিমানা গুনতে হয়েছে সবাইকে। জরিমানা হয়েছে ওই ক্যাফেরও। তবে এবার ৩৪তম জন্মদিন উপলক্ষে আমরা ব্যতিক্রম কর্মসূচি হাতে নিয়েছি। গোপনে কেট কাটা হয়েছে।’
‘করোনাকালীন গরিব অসহায় ও দুস্থদের মাঝে জনপ্রতি এক টাকা কেজিতে ৫০০ কেজি আটা বিতরণ করেছি। পাশাপাশি ৫০০ মাস্কও বিতরণ করা হয়েছে। মেসির ক্ষুদ্র ভক্ত হয়ে এটি তার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ।’
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য (মেম্বার) মুনসুর আলী বলেন, মেসি থেকে প্রায় ২০ হাজার কিলোমিটার দূর থেকেও দামুড়হুদার এই ভক্তদের ভালোবাসার বহিঃপ্রকাশ সত্যিই প্রশংসনীয়।