নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের কালীগঞ্জে করোনা উপসর্গে ইসমাইল হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান।
ইসমাইল হোসেন উপজেলার বাদুরগাছা গ্রামের কাশেম আলীর ছেলে।
স্বজনেরা জানান, রোববার সকালে ইসমাইল হোসেন জ্বর, ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন নমুনা দেওয়া জন্য। অবস্থা খারাপ দেখে চিকিৎসকেরা তাকে হাসপাতালে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় তিনি মারা যান।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শম্পা মোদক জানান, ইসমাইল হোসেনের জ্বর, ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্ট ছিল। রোববার সকালে তিনি মারা গেছেন। গত ২৪ ঘন্টায় কালীগঞ্জ উপজেলায় নতুন করে ২০ জন আক্রান্ত হয়েছেন।