ঢাকা ০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কঠোর বিধিনিষেধ: ঝিনাইদহে মাঠে নেমেছে সেনাবাহিনী

  • Reporter Name
  • Update Time : ০৮:৫২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
  • ২৩৪ বার পড়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক:

সরকার ঘোষিত সাত দিনের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে ঝিনাইদহ শহরের বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও কাজ করছেন।

বৃহস্পতিবার (১ জুলাই) শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, জরুরি প্রয়োজনে কিছু সংখ্যক মানুষ বের হয়েছে। অধিকাংশই পায়ে হেঁটে কিংবা রিক্সায় চলাচল করছেন।

এ সময় তাদের সবাইকেই আইনশৃঙ্খলা বাহিনীর প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। শহরের কাঁচাবাজার ও ফার্মেসি ছাড়া জেলার সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বিকালে শহরের বিভিন্ন এলাকার লকডাউন পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন।

২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে.কর্নেল জনাব মোর্শেদুল হাসান (পিএসসি) সাংবাদিকদের বলেন, বাংলাদেশ সেনাবাহিনী করোনা মহামারি এ ক্রান্তিলগ্নে সরকারী আদেশ নিশ্চিতকল্পে অসামরিক প্রশাসনকে সহায়তার উদ্দেশ্যে নিয়জিত রয়েছে। এরই অংশ হিসেবে ৫৫ পদাতিক ডিভিশন নিজ দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছে।

মুলত: করোনা মহামারীর এই দুর্যোগকালে সর্বস্তরের জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিই এই টহলের মূল উদ্দেশ্য।

Tag :

কঠোর বিধিনিষেধ: ঝিনাইদহে মাঠে নেমেছে সেনাবাহিনী

Update Time : ০৮:৫২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১

নিজস্ব প্রতিবেদক:

সরকার ঘোষিত সাত দিনের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে ঝিনাইদহ শহরের বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও কাজ করছেন।

বৃহস্পতিবার (১ জুলাই) শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, জরুরি প্রয়োজনে কিছু সংখ্যক মানুষ বের হয়েছে। অধিকাংশই পায়ে হেঁটে কিংবা রিক্সায় চলাচল করছেন।

এ সময় তাদের সবাইকেই আইনশৃঙ্খলা বাহিনীর প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। শহরের কাঁচাবাজার ও ফার্মেসি ছাড়া জেলার সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বিকালে শহরের বিভিন্ন এলাকার লকডাউন পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন।

২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে.কর্নেল জনাব মোর্শেদুল হাসান (পিএসসি) সাংবাদিকদের বলেন, বাংলাদেশ সেনাবাহিনী করোনা মহামারি এ ক্রান্তিলগ্নে সরকারী আদেশ নিশ্চিতকল্পে অসামরিক প্রশাসনকে সহায়তার উদ্দেশ্যে নিয়জিত রয়েছে। এরই অংশ হিসেবে ৫৫ পদাতিক ডিভিশন নিজ দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছে।

মুলত: করোনা মহামারীর এই দুর্যোগকালে সর্বস্তরের জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিই এই টহলের মূল উদ্দেশ্য।