লকডাউন দেখতে আসা ৬০০ জনকে জরিমানা
ঢাকা:
সর্বাত্মক লকডাউন দেখতে আসা ৬০০ জনকে আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তাদের ২০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত জরিমানার আদেশ দেন।
বৃহস্পতিবার তাদের রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে ডিএমপি আইনে মামলা দেওয়া হয়।এসব ব্যক্তিরা লকডাউন দেখতে ও বিনা কারণে বাইরে বের হয়েছিলেন।
ঢাকার সিএমএম আদালতের হাজতের ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রায় ৬০০ জনকে ডিএমপি আইনে মামলা দিয়ে হাজির করা হয়। আদালত তাদের জরিমানার আদেশ দেন। সেই জরিমানা পরিশোধ সাপেক্ষে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার রাজধানীর ওয়ারী, রমনা, মতিঝিল, লালবাগ, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সর্বাত্মক লকডাউন কার্যকরে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নেয়। এ সময় স্বাস্থ্যবিধি না মানা এবং বিনা কারণে ঘর থেকে বের হওয়ায় রমনায় ৮৫ জন, লালবাগে ৬০, মতিঝিলে ৮৫, ওয়ারী ১১৭ , তেজগাঁওয়ে ১০০, গুলশানে ৮৭ এবং উত্তরায় ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া ২১২ জনকে জরিমানা এবং ৩৯১ জনকে থানা থেকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।