ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় সড়কের ওপর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
  • ১৯৭ বার পড়া হয়েছে।

চুয়াডাঙ্গায়ঃ

চুয়াডাঙ্গায় সড়কের ওপর থেকে বৃদ্ধের রক্তমাখা লাশ উদ্ধার করা হয়েছে। তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে পুলিশের ধারণা।

শুক্রবার সকালে জেলা শহর থেকে এক কিলোমিটার দূরে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে বৃদ্ধের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার পরিচয় শনাক্ত করে পুলিশ। 

নিহত ইসমাইল হোসেন (৬০) জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের নবনির্মিত ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রধান ফটকের সামনে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে সকাল ৭ টার দিকে পুলিশে খবর দেয় পথচারীরা। 

মরদেহের পাশে পড়ে থাকা একটি বাজারের ব্যাগ থেকে নগদ টাকাসহ একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করে পুলিশ। জাতীয় পরিচয়পত্র থেকে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। পরে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। 

নিহতের স্ত্রী ফেরদৌসী খাতুন জানান, গত বুধবার রাতে বাড়ি থেকে বের হন আমার স্বামী। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরে অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান জানান, মরদেহটি নিহতের স্ত্রী শনাক্ত করেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাতে কোনো এক পরিবহনের ধাক্কায় বৃদ্ধ নিহত হয়েছেন।

Tag :

চুয়াডাঙ্গায় সড়কের ওপর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

Update Time : ০৮:৫৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১

চুয়াডাঙ্গায়ঃ

চুয়াডাঙ্গায় সড়কের ওপর থেকে বৃদ্ধের রক্তমাখা লাশ উদ্ধার করা হয়েছে। তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে পুলিশের ধারণা।

শুক্রবার সকালে জেলা শহর থেকে এক কিলোমিটার দূরে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে বৃদ্ধের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার পরিচয় শনাক্ত করে পুলিশ। 

নিহত ইসমাইল হোসেন (৬০) জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের নবনির্মিত ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রধান ফটকের সামনে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে সকাল ৭ টার দিকে পুলিশে খবর দেয় পথচারীরা। 

মরদেহের পাশে পড়ে থাকা একটি বাজারের ব্যাগ থেকে নগদ টাকাসহ একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করে পুলিশ। জাতীয় পরিচয়পত্র থেকে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। পরে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। 

নিহতের স্ত্রী ফেরদৌসী খাতুন জানান, গত বুধবার রাতে বাড়ি থেকে বের হন আমার স্বামী। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরে অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান জানান, মরদেহটি নিহতের স্ত্রী শনাক্ত করেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাতে কোনো এক পরিবহনের ধাক্কায় বৃদ্ধ নিহত হয়েছেন।