ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

মণিরামপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৮:০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
  • ১৯২ বার পড়া হয়েছে।

যশোরঃ

মণিরামপুরে একটি লিচুগাছে ঝুলন্ত অবস্থায় শরিফুল ইসলাম (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে।

শরিফুল মণিরামপুর বাজারে একটি পোশাক তৈরির দোকানে কাটিং মাস্টার হিসেবে কাজ করতেন। মাস তিনেক আগে তিনি বিয়ে করেন।

রোববার (৪ জুন) বেলা দশটার দিকে স্থানীয়রা মুন্সিখানপুর গ্রামের জনৈক কাসেম সানার বাগানে লাশটি ঝুলতে দেখে পুলিশে খবর দেন।

শরিফুল মণিরামপুরের লাউড়ি গ্রামের হাফিজুর রহমানের ছেলে। ছোটবেলা থেকে মায়ের সাথে একই উপজেলার সাতনল গ্রামে নানা সুলতান মোল্লার বাড়ি থাকতেন তিনি।
শরিফুলের পরিহিত প্যান্টের ভেতর দিয়ে ফোটায় ফোটায় রক্ত পড়ছিল। প্রত্যক্ষদর্শীদের ধারণা, কেউ ওই যুবককে হত্যা করে লাশ বাগানের গাছে ঝুলিয়ে রেখেছে। তবে পুলিশের দাবি, ওই যুবক গলায় রশি জড়িয়ে আত্মহত্যা করেছেন।

মামা নজরুল ইসলাম বলেন, ‘বাজারে যাওয়ার কথা বলে শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয় শরিফুল। এরপর রাতে বাড়ি ফেরেনি। সকালে তার লাশের খবর পাই।’
তিনি বলেন, ‘ধরন দেখে মনে হচ্ছে কেউ ওকে খুন করে ঝুলিয়ে রেখেছে। তবে ওর সাথে কারো শত্রুতা ছিল না বলেই জানি।’

মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘ওই যুবক গলায় রশি জড়িয়ে আত্মহত্যা করেছে। তারপরও আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

Tag :

মণিরামপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Update Time : ০৮:০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১

যশোরঃ

মণিরামপুরে একটি লিচুগাছে ঝুলন্ত অবস্থায় শরিফুল ইসলাম (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে।

শরিফুল মণিরামপুর বাজারে একটি পোশাক তৈরির দোকানে কাটিং মাস্টার হিসেবে কাজ করতেন। মাস তিনেক আগে তিনি বিয়ে করেন।

রোববার (৪ জুন) বেলা দশটার দিকে স্থানীয়রা মুন্সিখানপুর গ্রামের জনৈক কাসেম সানার বাগানে লাশটি ঝুলতে দেখে পুলিশে খবর দেন।

শরিফুল মণিরামপুরের লাউড়ি গ্রামের হাফিজুর রহমানের ছেলে। ছোটবেলা থেকে মায়ের সাথে একই উপজেলার সাতনল গ্রামে নানা সুলতান মোল্লার বাড়ি থাকতেন তিনি।
শরিফুলের পরিহিত প্যান্টের ভেতর দিয়ে ফোটায় ফোটায় রক্ত পড়ছিল। প্রত্যক্ষদর্শীদের ধারণা, কেউ ওই যুবককে হত্যা করে লাশ বাগানের গাছে ঝুলিয়ে রেখেছে। তবে পুলিশের দাবি, ওই যুবক গলায় রশি জড়িয়ে আত্মহত্যা করেছেন।

মামা নজরুল ইসলাম বলেন, ‘বাজারে যাওয়ার কথা বলে শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয় শরিফুল। এরপর রাতে বাড়ি ফেরেনি। সকালে তার লাশের খবর পাই।’
তিনি বলেন, ‘ধরন দেখে মনে হচ্ছে কেউ ওকে খুন করে ঝুলিয়ে রেখেছে। তবে ওর সাথে কারো শত্রুতা ছিল না বলেই জানি।’

মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘ওই যুবক গলায় রশি জড়িয়ে আত্মহত্যা করেছে। তারপরও আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’