নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আট জনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৮৬ জন।
জেলার সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, সকালে ঝিনাইদহ ল্যাবে পরীক্ষা করা ২৫০টি নমুনার ফলাফল এসেছে। এদের মধ্যে ৮৬ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে ঝিনাইদহ সদরে ১৯, শৈলকুপায় ১৭, হরিণাকুণ্ডুতে ১৩, কালীগঞ্জে ১৫, কোটচাঁদপুরে ১৫ ও মহেশপুরে সাত জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার হাজার ৭৯০ জনে।
এ ছাড়াও, গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় করোনায় ছয় জন ও উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।