ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বেনাপোল দিয়ে অক্সিজেন আমদানি শুরু

  • Reporter Name
  • Update Time : ০৮:০২:০২ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
  • ২২১ বার পড়া হয়েছে।

যশোরঃ

দীর্ঘ আড়াই মাস পর বেনাপোল দিয়ে ভারত থেকে অক্সিজেন আমদানি শুরু হয়েছে। সোমবার (৫ জুলাই) সন্ধ্যায় বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত দুদিনে ভারত থেকে ১৯০ মেট্রিক টন অক্সিজেন আমদানি করেছে লিন্ডা বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান।

এর আগে ভারতে করোনার প্রকোপে অক্সিজেন সংকট দেখা দেয়ায় চলতি বছরের ২২ এপ্রিল ভারত সরকার বাংলাদেশে অক্সিজেন রফতানি বন্ধ করে দিয়েছিল।

লিন্ডা বাংলাদেশ ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেডের প্রতিনিধি জিল্লুর রহমান বলেন, ২১ এপ্রিলের পরে তাদের কোম্পানির কোনো অক্সিজেন দেশে প্রবেশ করেনি। ভারতে অক্সিজেন সংকট থাকার কারণে সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশে অক্সিজেন সরবরাহ বন্ধ রাখেন। এখন সেখানে চাহিদা কমে যাওয়ায় আবার ভারতীয় সরকার অক্সিজেন রফতানিতে সম্মতি দিয়েছে। এখন থেকে প্রতিদিনই ভারত থেকে এ কোম্পানির অক্সিজেন আসবে।

বেনাপোলের সারথি এন্টারপ্রাইজের মালিক মতিয়ার রহমান বলেন, কয়েক মাস ধরে ভারতে নতুন ধরনের করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় অক্সিজেনের চাহিদা বেড়ে যায়। সেখানে অক্সিজেনের চরম সংকট তৈরি হয়। যে কারণে রফতানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশে অক্সিজেন সরবরাহ বন্ধ রাখে। ভারতে করোনা পরিস্থিতি একটু উন্নতি হওয়ায় সরবরাহ প্রতিষ্ঠানটি আবারও বাংলাদেশ অক্সিজেন সরবরাহ করা শুরু করে।

Tag :

বেনাপোল দিয়ে অক্সিজেন আমদানি শুরু

Update Time : ০৮:০২:০২ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১

যশোরঃ

দীর্ঘ আড়াই মাস পর বেনাপোল দিয়ে ভারত থেকে অক্সিজেন আমদানি শুরু হয়েছে। সোমবার (৫ জুলাই) সন্ধ্যায় বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত দুদিনে ভারত থেকে ১৯০ মেট্রিক টন অক্সিজেন আমদানি করেছে লিন্ডা বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান।

এর আগে ভারতে করোনার প্রকোপে অক্সিজেন সংকট দেখা দেয়ায় চলতি বছরের ২২ এপ্রিল ভারত সরকার বাংলাদেশে অক্সিজেন রফতানি বন্ধ করে দিয়েছিল।

লিন্ডা বাংলাদেশ ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেডের প্রতিনিধি জিল্লুর রহমান বলেন, ২১ এপ্রিলের পরে তাদের কোম্পানির কোনো অক্সিজেন দেশে প্রবেশ করেনি। ভারতে অক্সিজেন সংকট থাকার কারণে সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশে অক্সিজেন সরবরাহ বন্ধ রাখেন। এখন সেখানে চাহিদা কমে যাওয়ায় আবার ভারতীয় সরকার অক্সিজেন রফতানিতে সম্মতি দিয়েছে। এখন থেকে প্রতিদিনই ভারত থেকে এ কোম্পানির অক্সিজেন আসবে।

বেনাপোলের সারথি এন্টারপ্রাইজের মালিক মতিয়ার রহমান বলেন, কয়েক মাস ধরে ভারতে নতুন ধরনের করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় অক্সিজেনের চাহিদা বেড়ে যায়। সেখানে অক্সিজেনের চরম সংকট তৈরি হয়। যে কারণে রফতানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশে অক্সিজেন সরবরাহ বন্ধ রাখে। ভারতে করোনা পরিস্থিতি একটু উন্নতি হওয়ায় সরবরাহ প্রতিষ্ঠানটি আবারও বাংলাদেশ অক্সিজেন সরবরাহ করা শুরু করে।