যশোর:
যশোরের শার্শা উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জমজ ভাইবোনের মৃত্যু হয়েছে।
মৃত জমজ ভাইবোনের বয়স ৪৫ বছর। তারা শার্শা উপজেলার বড়বাড়িয়া গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার সকালে মৃতদের বড় ভাই বাগআঁচড়া ডা. আফিল উদ্দিন কলেজের অধ্যাপক আতিয়ার রহমান জানান, প্রথমে ভাই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর কিডনি ও হার্টেও সমস্যা দেখা দেয়। ওই ভাইয়ের সংস্পর্শে ছিলেন আমার বোন। পরীক্ষায় তারও পজিটিভ আসে। তাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জমজ ভাইকে ২৩ জুন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে ২৮ জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। শনিবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আর সোমবার একই হাসপাতালে মারা যান বোনও।