খুলনাঃ
খুলনার পাইকগাছায় আর্থিক সঙ্কটে ঋণের চাপে মিলন মন্ডল (৩০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার উপজেলার গড়–ইখালী ইউনিয়নের হোগলার চক গ্রামে এ ঘটনা ঘটে। মিলন ওই এলাকার মৃত বল্লভ মন্ডলের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, অভাবে পড়ে তিনি বিভিন্ন লোকের কাছ থেকে ঋণগ্রস্ত হয়ে পড়েন। ঋণের টাকা পরিশোধ করতে না পারায় মানসিক চাপে বাড়ির পাশের জাম গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি অপারেশন) স্বপন রায় বলেন, লাশের ময়নাতদন্ত শেষে কর্তৃপক্ষের পরামর্শে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।