ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

মৃত্যুর মিছিল দীর্ঘায়িত করবেন না, ঘরে থাকুন : আইজিপি

  • Reporter Name
  • Update Time : ০৯:১৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
  • ৪৪৯ বার পড়া হয়েছে।

সবুজদেশ ডেস্কঃ

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, দুই সপ্তাহ খুব বেশি সময় না। দুই সপ্তাহ ঘরে থাকুন, তাহলে আপনি ৫০ বছর বাঁচতে পারেন। নিজের জীবনকে নিজে সুরক্ষিত রাখুন। মৃত্যুর মিছিল দীর্ঘায়িত করবেন কি-না, সেই সিদ্ধান্ত আপনার নিজের।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ দোকান মালিক সমিতির উদ্যোগে দুঃস্থদের মাঝে খাবার ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘নিজেরা বাইরে বের হয়ে, স্বাস্থ্যবিধি না মেনে অসুস্থ হবেন। এরপর হাসপাতালে গিয়ে স্বাস্থ্য ব্যবস্থাকে অ্যাটাক (আক্রমণ) করবেন, এটা ঠিক নয়। দয়া করে এ কাজগুলো করবেন না। আসুন, সবাই মিলে দেশটাকে রক্ষা করি। দুই সপ্তাহের কারণে আপনি যদি ৫০ বছর বাঁচতে পারেন, তাহলে দুই সপ্তাহ ঘরে থাকতে হবে।’

ড. বেনজীর আহমেদ বলেন, ‘বর্তমানে আমরা করোনা মহামারির ক‌ঠিন বাস্তবতার মধ্য দিয়ে ‌যা‌চ্ছি। বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত পাকিস্তানি বাহিনীকে আমরা পরাজিত করেছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই দুর্যোগও মোকাবিলা করতে পারব। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।’

পুলিশের মহাপরিদর্শক বলেন, ঢাকা শহরে প্রায় ৪০ লাখ পরিবার বসবাস করে। প্রত্যেক পরিবার থেকে যদি এক প্লেট করেও খাবার দেওয়া হয় তাহলে ৪০ লাখ মানুষ খাবার পাবে। করোনা পরিস্থিতিতে অসহায় মানুষগুলো আমাদেরই কমিউনিটির অংশ। তাদেরকে সঙ্গে নিয়েই বাঁচাতে হ‌বে। পাশে দাঁড়াতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হবেন না। জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে বের হতে হলে অবশ্যই মাস্ক পরিধান করবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। বিনা প্রয়োজনে কেউ রাস্তায় নামবেন না।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, নিজেকে নিজে বাঁচাতে হবে, কেউ আপনাকে বাঁচাবে না। নিজেকে রক্ষা করতে হবে, নিজের পরিবারকে রক্ষা করতে হবে। এজন্য মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাহলে আমরা বাঁচতে পারব।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট জসিম উদ্দিন।

Tag :

মৃত্যুর মিছিল দীর্ঘায়িত করবেন না, ঘরে থাকুন : আইজিপি

Update Time : ০৯:১৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১

সবুজদেশ ডেস্কঃ

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, দুই সপ্তাহ খুব বেশি সময় না। দুই সপ্তাহ ঘরে থাকুন, তাহলে আপনি ৫০ বছর বাঁচতে পারেন। নিজের জীবনকে নিজে সুরক্ষিত রাখুন। মৃত্যুর মিছিল দীর্ঘায়িত করবেন কি-না, সেই সিদ্ধান্ত আপনার নিজের।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ দোকান মালিক সমিতির উদ্যোগে দুঃস্থদের মাঝে খাবার ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘নিজেরা বাইরে বের হয়ে, স্বাস্থ্যবিধি না মেনে অসুস্থ হবেন। এরপর হাসপাতালে গিয়ে স্বাস্থ্য ব্যবস্থাকে অ্যাটাক (আক্রমণ) করবেন, এটা ঠিক নয়। দয়া করে এ কাজগুলো করবেন না। আসুন, সবাই মিলে দেশটাকে রক্ষা করি। দুই সপ্তাহের কারণে আপনি যদি ৫০ বছর বাঁচতে পারেন, তাহলে দুই সপ্তাহ ঘরে থাকতে হবে।’

ড. বেনজীর আহমেদ বলেন, ‘বর্তমানে আমরা করোনা মহামারির ক‌ঠিন বাস্তবতার মধ্য দিয়ে ‌যা‌চ্ছি। বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত পাকিস্তানি বাহিনীকে আমরা পরাজিত করেছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই দুর্যোগও মোকাবিলা করতে পারব। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।’

পুলিশের মহাপরিদর্শক বলেন, ঢাকা শহরে প্রায় ৪০ লাখ পরিবার বসবাস করে। প্রত্যেক পরিবার থেকে যদি এক প্লেট করেও খাবার দেওয়া হয় তাহলে ৪০ লাখ মানুষ খাবার পাবে। করোনা পরিস্থিতিতে অসহায় মানুষগুলো আমাদেরই কমিউনিটির অংশ। তাদেরকে সঙ্গে নিয়েই বাঁচাতে হ‌বে। পাশে দাঁড়াতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হবেন না। জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে বের হতে হলে অবশ্যই মাস্ক পরিধান করবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। বিনা প্রয়োজনে কেউ রাস্তায় নামবেন না।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, নিজেকে নিজে বাঁচাতে হবে, কেউ আপনাকে বাঁচাবে না। নিজেকে রক্ষা করতে হবে, নিজের পরিবারকে রক্ষা করতে হবে। এজন্য মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাহলে আমরা বাঁচতে পারব।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট জসিম উদ্দিন।