বিশেষ প্রতিনিধি:
মঙ্গলবার সকাল ৮ টার দিকে ভুল করে ব্যাগে রাখা ১০ লাখ ১০ হাজার টাকা ভ্যানের উপর রেখে চলে যায় ছাগল ব্যবসায়ী আমির হোসেন। ভ্যানচালকও স্থান ত্যাগ করে। এরপর টাকা খুঁজে না পেয়ে বেহুশ হয়ে পড়েন আমির হোসেন। এরপর সেই টাকা উদ্ধারে নামে কালীগঞ্জ থানা পুলিশ।
ব্যবসায়ীর সেই টাকা বুধবার রাত সাড়ে ৮ টার দিকে থানার এস আই জাকারিয়া হোসেন ও এ এস আই তরিকুল ইসলাম উপজেলার তালেশ^র গ্রামের ইমরান নামে এক ভ্যান চালকের নিকট থেকে টাকাগুলি উদ্ধার করে। এরপর রাতেই ছাগল মালিককে থানায় ডেকে টাকাগুলি হস্তান্তর করা হয়।
ভুক্তভোগী পৌরসভার শিবনগর গ্রামের ছাগল ব্যবসায়ী আমির হোসেন জানান, মঙ্গলবার সকাল ৮ টার দিকে বারবাজার হাটে ছাগল কেনার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর তার টাকার ব্যাগটি নিয়ে একটি ভ্যানে চেপে শহরের আড়পাড়া নতুন বাজারে আসে। কিন্তু ভ্যান থেকে নামার সময়ে ভূলক্রমে তার টাকার ব্যাগটি ভ্যানের উপরেই পড়ে থাকে। পরপরই ভ্যানটি স্থান ত্যাগ করায় তার টাকার ব্যাগটি না পেয়ে বেহুশ হয়ে পড়েন। পরে অনেক খোঁজাখুঁজি করে ভ্যানের সন্ধান না পেয়ে বিষয়টি থানা পুলিশে অবহিত করে।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, ছাগল ব্যবসায়ীর টাকা খোয়া যাওয়া ভ্যানের সন্ধানে ব্যাপক তৎপরতা শুরু করে পুলিশ। তারা ঘঁটনাস্থলের একটি সিসি টিভি ক্যামেরা থেকে ভ্যান চালকের ছবি সংগ্রহ করে অভিযানে নামে। বুধবার রাতে পুলিশ ওই ভ্যান চালক ইমরানের কাছ থেকে টাকা গুলি উদ্ধারে সক্ষম হয়।
তিনি আরো জানান, ভ্যান চালক বলেছে, অনেক টাকার ব্যাগ পেয়ে সে ভয়ে কারো নিকট বলতে পারেনি। টাকার প্রকৃত মালিকের খোঁজ করছিলেন। সর্বশেষ পুলিশ তার বাড়িতে গেলে ব্যাগভর্তি টাকা পাওয়ার কথা স্বীকার করে থানায় আসে। এরপর রাতেই প্রকৃত মালিকের হাতে টাকা তুলে দেন থানার ওসি সহ উদ্ধারকারী পুলিশ সদস্যগন।
উল্লেখ্য, আগের দিন মঙ্গলবার সকালে শহরের আড়পাড়া নতুন বাজার এলাকায় একটি ভ্যানের উপর রাখা ওই ব্যবসায়ীর টাকার ব্যাগটি খোয়া গিয়েছিল।
ভিডিও দেখুন…
Reporter Name 











