ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঈদে রোদ-বৃষ্টি খেলার সম্ভাবনা

  • Reporter Name
  • Update Time : ০৯:০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
  • ২৪৮ বার পড়া হয়েছে।

সবুজদেশ ডেস্কঃ

মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে গেছে। কয়েক দিন ধরে সারা দেশ বৃষ্টিহীন। সহসা বৃষ্টি হলেও তা ভারী বর্ষণে পরিণত হচ্ছে না। তবে ঈদের সময় অঞ্চলভেদে বৃষ্টির দেখা দিতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে সব অঞ্চলেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সেটা ভারী বর্ষণ নয়।

রোববার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ এই পূর্বাভাসই দিয়েছেন।

ঈদে দেশের আবহাওয়া কেমন থাকবে, জানতে চাইলে বজলুর রশিদ বলেন, ‘আমরা সারা দেশে একটা বিশ্লেষণ করেছি। তাতে ঈদের আগের দিন ২০ তারিখে বৃষ্টি হতে পারে। এরপর দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট–এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি, আবার কোনো কোনো সময় একটু ভারী বৃষ্টিও হতে পারে। আমরা আশা করছি ঢাকা, খুলনা, বরিশাল এসব অঞ্চলে হালকা বৃষ্টি হবে। আবার ড্রাই থাকার সম্ভাবনাও আছে।

ঈদ পর্যন্ত ভেঙে ভেঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়ে তিনি বলেন, এক পশলা করে বৃষ্টি হতে পারে আবার থেমেও যেতে পারে। তবে গরম থাকার সম্ভাবনা বেশি।  এখন মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে গেছে। তবে ঈদের পরে একটা নিম্নচাপ হতে পারে। সেটি ২২ বা ২৩ জুলাইয়ের দিকে।

বর্ষার মৌসুম চললেও হঠাৎ বৃষ্টির দেখা নেই দেশে। রাজধানীতে গত এক সপ্তাহ ধরে বৃষ্টি হয়নি। এর আগে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, মৌসুমি বায়ুর সক্রিয়তা কম থাকায় এমন হয়েছে।

সাধারণত, জুলাই মাসে দেশে সর্বোচ্চ পরিমাণ বৃষ্টি হয়ে থাকে। এ মাসে আবহাওয়ার তিন মাস মেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, জুলাই মাসে গড়ে দিনে ৪৯০ থেকে ৫৭০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

তবে গত কয়েক দিন যে বৃষ্টি হয়নি, তা পূর্বাভাসেও পাওয়া গেল। রোববার দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নেত্রকোণায়, ৯৪ মিলিমিটার। এ ছাড়া দেশের অন্য কোথাও উল্লেখযোগ্য বৃষ্টি হয়নি।

Tag :

ঈদে রোদ-বৃষ্টি খেলার সম্ভাবনা

Update Time : ০৯:০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১

সবুজদেশ ডেস্কঃ

মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে গেছে। কয়েক দিন ধরে সারা দেশ বৃষ্টিহীন। সহসা বৃষ্টি হলেও তা ভারী বর্ষণে পরিণত হচ্ছে না। তবে ঈদের সময় অঞ্চলভেদে বৃষ্টির দেখা দিতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে সব অঞ্চলেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সেটা ভারী বর্ষণ নয়।

রোববার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ এই পূর্বাভাসই দিয়েছেন।

ঈদে দেশের আবহাওয়া কেমন থাকবে, জানতে চাইলে বজলুর রশিদ বলেন, ‘আমরা সারা দেশে একটা বিশ্লেষণ করেছি। তাতে ঈদের আগের দিন ২০ তারিখে বৃষ্টি হতে পারে। এরপর দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট–এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি, আবার কোনো কোনো সময় একটু ভারী বৃষ্টিও হতে পারে। আমরা আশা করছি ঢাকা, খুলনা, বরিশাল এসব অঞ্চলে হালকা বৃষ্টি হবে। আবার ড্রাই থাকার সম্ভাবনাও আছে।

ঈদ পর্যন্ত ভেঙে ভেঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়ে তিনি বলেন, এক পশলা করে বৃষ্টি হতে পারে আবার থেমেও যেতে পারে। তবে গরম থাকার সম্ভাবনা বেশি।  এখন মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে গেছে। তবে ঈদের পরে একটা নিম্নচাপ হতে পারে। সেটি ২২ বা ২৩ জুলাইয়ের দিকে।

বর্ষার মৌসুম চললেও হঠাৎ বৃষ্টির দেখা নেই দেশে। রাজধানীতে গত এক সপ্তাহ ধরে বৃষ্টি হয়নি। এর আগে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, মৌসুমি বায়ুর সক্রিয়তা কম থাকায় এমন হয়েছে।

সাধারণত, জুলাই মাসে দেশে সর্বোচ্চ পরিমাণ বৃষ্টি হয়ে থাকে। এ মাসে আবহাওয়ার তিন মাস মেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, জুলাই মাসে গড়ে দিনে ৪৯০ থেকে ৫৭০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

তবে গত কয়েক দিন যে বৃষ্টি হয়নি, তা পূর্বাভাসেও পাওয়া গেল। রোববার দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নেত্রকোণায়, ৯৪ মিলিমিটার। এ ছাড়া দেশের অন্য কোথাও উল্লেখযোগ্য বৃষ্টি হয়নি।