কুষ্টিয়া:
কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিকের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে শহরের কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় ছাত্রলীগ নেতা অনিককে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ বলেন, তাঁকে হত্যার উদ্দেশ্যেই সন্ত্রাসীরা হামলা করেছে। রাত সাড়ে ১০টার দিকে কলেজ মোড় এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালানো হয়। হামলাকারীদের আঘাতে অনিকের শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও আশরাফুল আলম বলেন, জেলা ছাত্রলীগের সভাপতি অনিকের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত করা হয়েছে। মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার (ওসি) ছাবিরুল আলম বলেন, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।