ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় করোনায় ঝরল আরও ১২ প্রাণ

  • Reporter Name
  • Update Time : ০১:৪০:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
  • ১৭১ বার পড়া হয়েছে।

কুষ্টিয়া:

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১১ জন এবং উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। রোববার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (২৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এসব তথ্য নিশ্চিত করেছেন। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০ শয্যার করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ১৯০ জন। এর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৩৬ জন এবং ৫৪ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। 

এদিকে নতুন ৬৬৬ জনের নমুনা পরীক্ষা করে ২২৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৬ জনে। নতুন ২২৩ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৪২২ জন। 

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩৩ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ২২৩ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৯৭ জন, দৌলতপুরের ২৯ জন, কুমারখালীর ৩১ জন, ভেড়ামারার ৩৩ জন, মিরপুরের ২৬ জন ও খোকসার সাতজন রয়েছেন।

এখন পর্যন্ত জেলায় ৮৩ হাজার ৪৩ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৭৮ হাজার ৬৯৬ জনের। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৬২৪ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২১৭ জন ও হোম আইসোলেশনে আছেন ৩ হাজার ৪০৭ জন।

Tag :
জনপ্রিয়

কুষ্টিয়ায় করোনায় ঝরল আরও ১২ প্রাণ

Update Time : ০১:৪০:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১

কুষ্টিয়া:

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১১ জন এবং উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। রোববার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (২৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এসব তথ্য নিশ্চিত করেছেন। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০ শয্যার করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ১৯০ জন। এর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৩৬ জন এবং ৫৪ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। 

এদিকে নতুন ৬৬৬ জনের নমুনা পরীক্ষা করে ২২৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৬ জনে। নতুন ২২৩ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৪২২ জন। 

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩৩ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ২২৩ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৯৭ জন, দৌলতপুরের ২৯ জন, কুমারখালীর ৩১ জন, ভেড়ামারার ৩৩ জন, মিরপুরের ২৬ জন ও খোকসার সাতজন রয়েছেন।

এখন পর্যন্ত জেলায় ৮৩ হাজার ৪৩ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৭৮ হাজার ৬৯৬ জনের। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৬২৪ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২১৭ জন ও হোম আইসোলেশনে আছেন ৩ হাজার ৪০৭ জন।