চুয়াডাঙ্গাঃ
দামুডহুদার দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামে মোবাইলে গেম খেলা নিয়ে বিরোধের জেরে ছেলেকে বাঁচাতে গিয়ে খুন হয়েছেন এক বাবা। ঘটনার শিকার হয়েছেন শহিদুল ইসলাম।
আজ রোববার নিহতের স্ত্রী পাঁচজনকে আসামি করে দর্শনা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, শনিবার দুপুরে উপজেলার দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মসজিদ পাড়ায় মোবাইলে গেম খেলা নিয়ে গ্রামের আমজাদ আলীর ছেলে কলেজ পুড়ুয়া সুজন মিয়ার (১৮) সাথে শহিদুল ইসলামের ছেলে ইলফাজ আলীর বিরোধ হয়। এক পর্যায়ে ছেলেকে বাঁচাতে এগিয়ে আসলে সুজন মিয়ার ছুরিকাঘাতে তিনি মারা যান।
দর্শনা থানার ওসি মোঃ মাহবুবুর রহমান জানান, হত্যা মামলা দায়ের হয়েছে। আসামিকে আটকের চেষ্টা চলছে।