কুষ্টিয়ায় ডাকাতদের ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
সবুজদেশ ডেক্সঃ কুষ্টিয়ার ভেড়ামারায় দুই দল ডাকাতের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে ভেড়ামারা উপজেলার হাওয়াখালী মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য ছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও গুলি উদ্ধার করেছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি খন্দকার শামীম উদ্দিনের ভাষ্য, রাত দেড়টার দিকে পুলিশ জানতে পারে হাওয়াখালী মাঠ এলাকায় দুই দল ডাকাত গোলাগুলি করছে। এ সময় পুলিশের একটি দল সেখানে যায়। পুলিশও ফাঁকা গুলি ছোড়ে। এর কিছুক্ষণ পর ডাকাতেরা পালিয়ে যায়। সেখানে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।