বিশেষ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে প্রবেশ চেষ্টার অপরাধে ৫ জন নারী ৪ জন শিশুসহ ১১ জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তিনি জানিয়েছেন, মহেশপুর উপজেলার মমিনতলা মোড় এলাকা থেকে বুধবার রাতে আটক করা হয় তাদের।
আটক করা ব্যক্তিরা হলেন- বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার পূর্ব খোন্তাকাটা গ্রামের লুৎফর হাওলাদারের স্ত্রী মোছা. নাছিমা খাতুন (৪১), তার ছেলে মো. নাজমুল হাসান (১৯), একই গ্রামের দুলাল হাওলাদারের ছেলে মো. রিয়াজ (১৯), আজিম হাওলাদারের স্ত্রী নয়না আক্তার (২৯), ছেলে মো. নাইম (০৩), মো. রফিকুল ইসলামের স্ত্রী মোছা. শারমিন আক্তার (২৭), মেয়ে নুরজাহান (১৪), ছেলে বাইজিত (৮) ছেলে আব্দুল্লাহ (১৬ মাস), মৃত সামছুল হকের স্ত্রী রুপিয়া (৫৫) একই জেলার মোংলা পোর্ট পৌরসভা মাদ্রাসা রোড এলাকার মো. দুলাল তালুকদারের স্ত্রী মিনারা বেগম (২৯)।
তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।