যশোর:
যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন। এই সময়ে উপসর্গ নিয়ে কেউ মারা যাননি। নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৮৭ জন।
বুধবার (১৮ আগস্ট) সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ এ তথ্য জানান।
তিনি জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে ৩৩৯টি নমুনা পরীক্ষা করে ৭৩ জন এবং র্যাপিড অ্যন্টিজেন টেস্টের মাধ্যমে ১৩২টি নমুনা পরীক্ষায় ১৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত জেলায় মোট মৃতের সংখ্যা ৪৩২। মোট শনাক্ত হয়েছেন ২০ হাজার ৫৯২ জন। আর সুস্থ হয়েছেন ১৯ হাজার ২৮২ জন।
এদিকে, যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, যশোর হাসপাতালে বর্তমানে করোনা আক্রান্ত ও উপসর্গের রোগী চিকিৎসাধীন আছেন ৯৫ জন। এর মধ্যে রেডজোনে ৭০ জন এবং ইয়েলো জোনে ২৫ জন আছেন।