দেখা শেষেই মুছে যাবে সিগন্যালের মেসেজ
সবুজদেশ ডেস্কঃ
মেসেজিং প্ল্যাটফর্ম সিগন্যালে নতুন নতুন ফিচার আসছে প্রতিনিয়ত। এন্ড টু এন্ড এনক্রিপশনের জন্য এ অ্যাপটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। জনপ্রিয়তা ধরে রাখতে সিগন্যাল আরও চেষ্টা চালিয়ে যাচ্ছে। সিগন্যালে মেসেজ ডিসঅ্যাপিয়ারিং ফিচার থাকলেও তা কিছুটা জটিল ছিল এতদিন। এবার সেই ফিচারই আপডেট করেছে প্ল্যাটফরমটি। এন্ড টু এন্ড প্রক্রিয়ায় নিজের চ্যাটের তথ্য সুরক্ষিত রাখা সম্ভব। আগে প্রতিটি মেসেজ পাঠানোর সময় ডিসঅ্যাপিয়ার অপশনে ক্লিক করতে হতো। কিন্তু নতুন আপডেট অনুযায়ী প্রতিবার ডিসঅ্যাপিয়ার অপশনে ক্লিক করার প্রয়োজন নেই। বর্তমানে ব্যবহারকারীরা চ্যাট ডিস অ্যাপিয়ার অপশনটি ডিফল্ট সেট করে রাখতে পারেন।
স্মার্টফোনে সিগন্যাল খুললে তার একদম ডানদিকের কর্নারে ট্রিপল ডট দেখা যাবে। সেখানে ক্লিক করে সেটিং অপশন সিলেক্ট করতে হবে। এরপর সেটিংসের মধ্যে প্রাইভেসি সেটিংস অপশনে ক্লিক করতে হবে। সেখানেই ডিস অ্যাপিয়ারিং মেসেজ অপশন দেখা যাবে। সেখানে ক্লিক করলে ডিফল্ট টাইমার ফর নিউ চ্যাট সিলেক্ট করে সেভ করতে হবে। প্রাইভেসি রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ অপশন। পাশাপাশি ফোনের স্টোরেজ ক্যাপাসিটি সঠিক রাখতেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।