ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৫:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
  • ১৪৩ বার পড়া হয়েছে।

চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

যশোরঃ

যশোরের চৌগাছায় নারিকেল গাছ পরিস্কার করতে গিয়ে বিদ্যুস্পৃষ্টে আরশাদ আলী (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের গদাধারপুর গ্রামের চতুর আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আরশাদ পার্শ্ববর্তী গয়ড়া গ্রামের মৃত হাকিম মোড়লের ছেলে। তিনি তিন ছেলে ও এক মেয়ে সন্তানের জনক। তিনি পরের ক্ষেতে কামলার কাজ করতেন। তাছাড়া নারকেল গাছ পরিষ্কার করার কাজও করতেন।

স্থানীয় ইউপি সদস্য শিমুল হোসেন ও প্রতিবেশিরা জানিয়েছেন, আরশাদ আলী সোমবার সকালে একই ইউনিয়নের গদাধারপুর গ্রামের চতুর আলীর বাড়িতে নারিকেল গাছ পরিষ্কার করার (ঝুড়া) কাজ করছিলেন। এ সময় আসাবধানতাবশত নারিকেল গাছের পাতা বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে গাছ বিদ্যুতায়িত হয়ে গাছের উপরেই ঝুলে থাকে নআরশাদ আলী। পরে উপজেলা জোনাল বিদ্যুৎ অফিসে ফোন করে লইন বন্ধ করে স্থানীয়দের সহযোগিতায় বিদ্যুতে ঝলসে যাওয়া লাশ নিচে নামানো হয়। এ মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে।

এ ব্যাপারে স্বরূপদাহ ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি আমার ইউনিয়নে একজন নারিকেল গাছ পরিষ্কার (ঝুড়তে) গিয়ে বিদ্যুৎস্পর্শে মারা গেছেন।

চৌগাছা থানার ডিউটি অফিসার এএসআই বাবুল আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :

চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

Update Time : ০৭:৫৫:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১

যশোরঃ

যশোরের চৌগাছায় নারিকেল গাছ পরিস্কার করতে গিয়ে বিদ্যুস্পৃষ্টে আরশাদ আলী (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের গদাধারপুর গ্রামের চতুর আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আরশাদ পার্শ্ববর্তী গয়ড়া গ্রামের মৃত হাকিম মোড়লের ছেলে। তিনি তিন ছেলে ও এক মেয়ে সন্তানের জনক। তিনি পরের ক্ষেতে কামলার কাজ করতেন। তাছাড়া নারকেল গাছ পরিষ্কার করার কাজও করতেন।

স্থানীয় ইউপি সদস্য শিমুল হোসেন ও প্রতিবেশিরা জানিয়েছেন, আরশাদ আলী সোমবার সকালে একই ইউনিয়নের গদাধারপুর গ্রামের চতুর আলীর বাড়িতে নারিকেল গাছ পরিষ্কার করার (ঝুড়া) কাজ করছিলেন। এ সময় আসাবধানতাবশত নারিকেল গাছের পাতা বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে গাছ বিদ্যুতায়িত হয়ে গাছের উপরেই ঝুলে থাকে নআরশাদ আলী। পরে উপজেলা জোনাল বিদ্যুৎ অফিসে ফোন করে লইন বন্ধ করে স্থানীয়দের সহযোগিতায় বিদ্যুতে ঝলসে যাওয়া লাশ নিচে নামানো হয়। এ মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে।

এ ব্যাপারে স্বরূপদাহ ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি আমার ইউনিয়নে একজন নারিকেল গাছ পরিষ্কার (ঝুড়তে) গিয়ে বিদ্যুৎস্পর্শে মারা গেছেন।

চৌগাছা থানার ডিউটি অফিসার এএসআই বাবুল আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।