ঝিনাইদহে জঙ্গি আস্থানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব-৬
সবুজদেশ ডেক্সঃ ঝিনাইদহ ২১ নভেম্বর-গান্না ইউনিয়নের কালুহাটি গ্রামের শরাফৎ হোসেনের বাড়িতে জঙ্গি আস্থানা সন্দেহে অভিযান শুরু করেছে র্যাব-৬। আজ ভোর ৫টা থেকে এই অভিযান শুরু করা হয়েছে।
ঝিনাইদহ র্যাব-৬ এর কমান্ডার মাসুদ আলম জানান তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ঝিনাইদহ সদরের গান্না ইউনিয়নে শরাফত হোসেনের বাড়িতে জঙ্গীরা অবস্থান করছে। আজ ভোরে র্যাব বাড়িটি ঘিরে ফেলে অভিযান শুরু করেছে র্যাব। তিনি আরো জানান দিনের যেকোনো সময় চুডান্ত অভিযান শুরু করা হবে।
এদিকে র্যাব ৬ এর কমান্ডিং অফিসার হাসান ইমন আল রাজিব ঘটনাস্থলে উপস্থিত আছেন। তিনি আরো জানান খুলনা থেকে বোমা নিস্ক্রীয় দল রওনা হয়েছে।