ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
  • ২২৬ বার পড়া হয়েছে।

পাইকগাছায় প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

খুলনাঃ

খুলনার পাইকগাছায় প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণকালে মোমিন গাজী (৪৫) নামে এক বাসশ্রমিককে জনতা আটক করে পুলিশে দিয়েছে। আটক বাসশ্রমিক উপজেলার গদাইপুরের চরমলই গ্রামের মৃত হাতেম (আদম) গাজীর ছেলে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

মামলার উদ্বৃতি দিয়ে থানা পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ধর্ষক মোমিন পৌরসভার ৯ নং ওয়ার্ডের শিববাড়িস্থ পলিটেকনিক (নির্মাণাধীন) কলেজ রোডের মৃত কফিল উদ্দিনের বাড়িতে ঢুকে বারান্দায় ঘুমন্ত কফিলের প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করতে থাকেন। এ সময় তার চিৎকারে পরিবারের লোকজন বাইরে এসে মোমিনকে উলঙ্গ অবস্থায় দেখে চীৎকার দেয়। তাৎক্ষণিক চারপাশ থেকে লোকজন এসে তাকে ধরে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ভিকটিমসহ ধর্ষককে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় ওই প্রতিবন্ধীর মা মোমিনকে আসামি করে থানায় এজহার দাখিল করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোমিন পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এর আগেও তিনি দু’দিন তার সাথে শারীরিক সম্পর্ক করেছেন।

এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান বলেন, এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা হয়েছে। সমাজসেবা অধিদফতরে প্রতিবন্ধীর তালিকায় তার নাম রেজিস্টেশন করা আছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: এজাজ শফী জানান, আসামিকে আইনী প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ভিকটিমকে উদ্ধার করে আইনানুগ ডাক্তারি পরীক্ষার জন্য প্রথমে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয়

প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

Update Time : ০৭:৫৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১

খুলনাঃ

খুলনার পাইকগাছায় প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণকালে মোমিন গাজী (৪৫) নামে এক বাসশ্রমিককে জনতা আটক করে পুলিশে দিয়েছে। আটক বাসশ্রমিক উপজেলার গদাইপুরের চরমলই গ্রামের মৃত হাতেম (আদম) গাজীর ছেলে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

মামলার উদ্বৃতি দিয়ে থানা পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ধর্ষক মোমিন পৌরসভার ৯ নং ওয়ার্ডের শিববাড়িস্থ পলিটেকনিক (নির্মাণাধীন) কলেজ রোডের মৃত কফিল উদ্দিনের বাড়িতে ঢুকে বারান্দায় ঘুমন্ত কফিলের প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করতে থাকেন। এ সময় তার চিৎকারে পরিবারের লোকজন বাইরে এসে মোমিনকে উলঙ্গ অবস্থায় দেখে চীৎকার দেয়। তাৎক্ষণিক চারপাশ থেকে লোকজন এসে তাকে ধরে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ভিকটিমসহ ধর্ষককে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় ওই প্রতিবন্ধীর মা মোমিনকে আসামি করে থানায় এজহার দাখিল করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোমিন পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এর আগেও তিনি দু’দিন তার সাথে শারীরিক সম্পর্ক করেছেন।

এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান বলেন, এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা হয়েছে। সমাজসেবা অধিদফতরে প্রতিবন্ধীর তালিকায় তার নাম রেজিস্টেশন করা আছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: এজাজ শফী জানান, আসামিকে আইনী প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ভিকটিমকে উদ্ধার করে আইনানুগ ডাক্তারি পরীক্ষার জন্য প্রথমে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।