ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আবারও বিস্ফোরণে কেঁপে উঠলো কাবুল

  • Reporter Name
  • Update Time : ০৮:২৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
  • ১৬৯ বার পড়া হয়েছে।

সবুজদেশ ডেস্ক:

আবারও বিস্ফোরণে কেঁপে উঠল আফগান রাজধানী। রোববার দিনের শেষে কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে বিস্ফোরণটি হয়। এতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনও অস্পষ্ট। 

দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আইএস-কে জিহাদিদের অবস্থান টার্গেট করে রোববার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে সর্বশেষ বিস্ফোরণটি এই হামলারই কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।

খবরে বলা হয়েছে, বিস্ফোরণটির বিষয়টি নিশ্চিত করেছেন আফগানিস্তানে থাকা বিবিসির সংবাদদাতা সিকান্দার কেরমানি। এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার পর বিস্ফোরণের ভিডিও প্রকাশিত হয়েছে।

এতে দেখা যাচ্ছে, একটি বাড়িতে ওই বিস্ফোরণটি হয়। হতাহতের বিষয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে আফগানিস্তানের পুলিশ প্রধানের বরাত দিয়ে এবিসিনিউজ জানিয়েছে, ওই হামলায় এক শিশু নিহত হয়েছে।

Tag :

আবারও বিস্ফোরণে কেঁপে উঠলো কাবুল

Update Time : ০৮:২৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১

সবুজদেশ ডেস্ক:

আবারও বিস্ফোরণে কেঁপে উঠল আফগান রাজধানী। রোববার দিনের শেষে কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে বিস্ফোরণটি হয়। এতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনও অস্পষ্ট। 

দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আইএস-কে জিহাদিদের অবস্থান টার্গেট করে রোববার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে সর্বশেষ বিস্ফোরণটি এই হামলারই কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।

খবরে বলা হয়েছে, বিস্ফোরণটির বিষয়টি নিশ্চিত করেছেন আফগানিস্তানে থাকা বিবিসির সংবাদদাতা সিকান্দার কেরমানি। এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার পর বিস্ফোরণের ভিডিও প্রকাশিত হয়েছে।

এতে দেখা যাচ্ছে, একটি বাড়িতে ওই বিস্ফোরণটি হয়। হতাহতের বিষয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে আফগানিস্তানের পুলিশ প্রধানের বরাত দিয়ে এবিসিনিউজ জানিয়েছে, ওই হামলায় এক শিশু নিহত হয়েছে।