ঢাকা ০১:০৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহ ও মাগুরায় কৃষি ব্যাংকের টাকা আত্মসাৎ: কর্মকর্তার নামে ২ মামলা

  • Reporter Name
  • Update Time : ০৮:২৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
  • ৪১৬ বার পড়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ কৃষি ব্যাংক মাগুরার শাখার ঊর্ধ্বতন মুখ্য কর্মকর্তা নাজমুল হকের বিরুদ্ধে এক কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদক সমন্বিত যশোর জেলার কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল এ মামলা দুটি করেন। নাজমুল হক ঝিনাইদহ সদর উপজেলার কাঞ্চনপুর মধ্যপাড়ার নজরুল ইসলামের ছেলে।

এ প্রসঙ্গে সোমবার দুদক যশোর কার্যালয়ের উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদত জানান, প্রাথমিক তদন্তে নাজমুল হকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের সত্যতা পাওয়া গেছে। তার বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত নাজমুল ২০২০ সালের ২৬ নভেম্বর ব্যাংকের মাগুরা শাখায় যোগদান করেন। চাকরিকালে চলতি বছরের ২৪ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দুই দফায় ৩৭ লাখ ৮৩ হাজার ৭৩৪ টাকা ব্যাংক হিসাবের খরচের খাত হতে নিজ সঞ্চয়ী হিসাবে স্থানান্তর করেন। তিনি ওই টাকা আত্মসাৎ করেন।

অপর মামলায় উল্লেখ করা হয়, অভিযুক্ত নাজমুল হক ২০১৮ সালের ২৮ অক্টোবর থেকে ২০১৯ সালের ৩০ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংক ঝিনাইদহ শাখায় কর্মরত ছিলেন। সেখানে ২০১৯ সালের ৩ জুন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৯ দফায় ৮৫ লাখ ৮৭ হাজার ২২৫ টাকা ব্যাংকের ঋণ সুদের হিসাবখাত থেকে নিজ সঞ্চয়ী হিসাব নম্বরে স্থানান্তর ও আত্মসাৎ করেন।

দুদকের মামলায় এক কোটি ২৩ লাখ ৭০ হাজার ৯৫৯ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় ২৫ আগস্ট সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ তাকে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করে। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন।

Tag :

ঝিনাইদহে পর্দা উঠছে রেডিয়েন্ট প্রথম বিভাগ ফুটবল লীগের

ঝিনাইদহ ও মাগুরায় কৃষি ব্যাংকের টাকা আত্মসাৎ: কর্মকর্তার নামে ২ মামলা

Update Time : ০৮:২৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ কৃষি ব্যাংক মাগুরার শাখার ঊর্ধ্বতন মুখ্য কর্মকর্তা নাজমুল হকের বিরুদ্ধে এক কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদক সমন্বিত যশোর জেলার কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল এ মামলা দুটি করেন। নাজমুল হক ঝিনাইদহ সদর উপজেলার কাঞ্চনপুর মধ্যপাড়ার নজরুল ইসলামের ছেলে।

এ প্রসঙ্গে সোমবার দুদক যশোর কার্যালয়ের উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদত জানান, প্রাথমিক তদন্তে নাজমুল হকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের সত্যতা পাওয়া গেছে। তার বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত নাজমুল ২০২০ সালের ২৬ নভেম্বর ব্যাংকের মাগুরা শাখায় যোগদান করেন। চাকরিকালে চলতি বছরের ২৪ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দুই দফায় ৩৭ লাখ ৮৩ হাজার ৭৩৪ টাকা ব্যাংক হিসাবের খরচের খাত হতে নিজ সঞ্চয়ী হিসাবে স্থানান্তর করেন। তিনি ওই টাকা আত্মসাৎ করেন।

অপর মামলায় উল্লেখ করা হয়, অভিযুক্ত নাজমুল হক ২০১৮ সালের ২৮ অক্টোবর থেকে ২০১৯ সালের ৩০ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংক ঝিনাইদহ শাখায় কর্মরত ছিলেন। সেখানে ২০১৯ সালের ৩ জুন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৯ দফায় ৮৫ লাখ ৮৭ হাজার ২২৫ টাকা ব্যাংকের ঋণ সুদের হিসাবখাত থেকে নিজ সঞ্চয়ী হিসাব নম্বরে স্থানান্তর ও আত্মসাৎ করেন।

দুদকের মামলায় এক কোটি ২৩ লাখ ৭০ হাজার ৯৫৯ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় ২৫ আগস্ট সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ তাকে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করে। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন।