যশোরঃ
ফ্রিজে পচা-বাসি মাংস সংরক্ষণের অভিযোগে মণিরামপুরের কোদলাপাড়ায় ‘কাশবন ক্যাফে অ্যান্ড ফাস্টফুড পয়েন্ট’-এ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সৈয়দ জাকির হাসান এ অভিযান চালান। এসময় ক্যাফের মালিক সাকিবুল ইসলামকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সাথে উন্মুক্ত স্থানে ধূমপান করার অপরাধে আব্দুল কুদ্দুস পিয়াল নামে এক যুবককে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব উপস্থিত ছিলেন।
আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম বলেন, ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের অভিযোগে তাকে নিয়ে কাশবন ক্যাফেতে অভিযান চালানো হয়। সরেজমিন আদালত দেখতে পান ক্যাফের ফ্রিজে রাখা মাংস ও অন্য খাবার খাওয়ার অনুপযোগী। বাসি মাংস ও খাবার সংরক্ষণের অভিযোগে ক্যাফের মালিককে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, ক্যাফেতে বসে ধূমপান করা ও মাস্ক না থাকার দায়ে পিয়াল নামে একজনকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।