অবসর ভেঙে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চান আমির
সবুজদেশ ডেস্কঃ
পাকিস্তানের প্রধান কোচ মিসবাহ-উল-হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিসের সঙ্গে বনিবনা না হওয়ায় দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ করেই অবসর নেন মোহাম্মদ আমির।
গত বছরের আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলার পর জাতীয় দল থেকে বাদপড়ার পরই ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন আমির। তখন টুইট করে আমির বলেছিলেন- পাকিস্তান দলের কোচিং স্টাফে পরিবর্তন এলে আমার খেলতে কোনো সমস্যা নেই
চলতি সপ্তাহে পদত্যাগ করেছেন পাকিস্তানের প্রধান কোচ মিসবাহ-উল-হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিস। তাদের পদত্যাগের পর জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার আগ্রহ প্রকাশ করে মোহাম্মদ আমির জানিয়েছেন, আমি পাকিস্তানের হয়ে খেলার জন্য প্রস্তুত আছি।
পাকিস্তানের এই তারকা পেসার ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে আর ৫০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২৫৯টি উইকেট শিকার করেছেন।