ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে ক্লিনিক থেকে নবজাতক চুরি

  • Reporter Name
  • Update Time : ০৮:৫১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
  • ১৭৮ বার পড়া হয়েছে।

যশোরঃ

যশোরের শার্শা উপজেলার একটি বেসরকারি ক্লিনিক থেকে নবজাতক চুরি হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার নাভারণ বাজারের ‘নাভারণ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ থেকে নবজাতকটি চুরি হয়।

নবজাতক শিশুর বাবা ঝিকরগাছা উপজেলার মধুখালী গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন এ অভিযোগ করেছেন। তিনি বলেন, আমার স্ত্রী রেক্সোনা খাতুনকে মঙ্গলবার দুপুরে নাভারণ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। সেখানে ওইদিন রাত ৯টার দিকে সিজারিয়ানের মাধ্যমে একটা কন্যা সন্তানের জন্ম হয়। নবজাতককে নিয়ে বেডে আসার পর অনেকেই তাকে নিয়ে আদর করছিল। মা ও মেয়ে সুস্থ ছিল। বৃহস্পতিবার বেলা ২টার পর থেকে আমার নবজাতক মেয়েকে আর পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাইনি।

নাভারণ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তত্ত্বাবধায়ক আবু সাঈদ হিমন জানান, অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ সন্তান জন্ম দেন রেক্সোনা খাতুন। নবজাতককে আমরা তাদের হাতে তুলে দিয়েছি। বৃহস্পতিবার দুপুর ২টার সময় শুনেছি সন্তানটি পাওয়া যাচ্ছে না। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান বলেন, বিষয়টি শুনে আমরা ঘটনাস্থলে এসেছি। জিজ্ঞাসাবাদ করছি। শিশুটি উদ্ধারে থানা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ চেষ্টা করছে।

Tag :

যশোরে ক্লিনিক থেকে নবজাতক চুরি

Update Time : ০৮:৫১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১

যশোরঃ

যশোরের শার্শা উপজেলার একটি বেসরকারি ক্লিনিক থেকে নবজাতক চুরি হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার নাভারণ বাজারের ‘নাভারণ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ থেকে নবজাতকটি চুরি হয়।

নবজাতক শিশুর বাবা ঝিকরগাছা উপজেলার মধুখালী গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন এ অভিযোগ করেছেন। তিনি বলেন, আমার স্ত্রী রেক্সোনা খাতুনকে মঙ্গলবার দুপুরে নাভারণ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। সেখানে ওইদিন রাত ৯টার দিকে সিজারিয়ানের মাধ্যমে একটা কন্যা সন্তানের জন্ম হয়। নবজাতককে নিয়ে বেডে আসার পর অনেকেই তাকে নিয়ে আদর করছিল। মা ও মেয়ে সুস্থ ছিল। বৃহস্পতিবার বেলা ২টার পর থেকে আমার নবজাতক মেয়েকে আর পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাইনি।

নাভারণ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তত্ত্বাবধায়ক আবু সাঈদ হিমন জানান, অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ সন্তান জন্ম দেন রেক্সোনা খাতুন। নবজাতককে আমরা তাদের হাতে তুলে দিয়েছি। বৃহস্পতিবার দুপুর ২টার সময় শুনেছি সন্তানটি পাওয়া যাচ্ছে না। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান বলেন, বিষয়টি শুনে আমরা ঘটনাস্থলে এসেছি। জিজ্ঞাসাবাদ করছি। শিশুটি উদ্ধারে থানা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ চেষ্টা করছে।