ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সুপারসহ আহত ৩

  • Reporter Name
  • Update Time : ০৯:০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
  • ২০৮ বার পড়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পুলিশ পিকআপ ও কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে পুলিশ সুপারসহ তিনজন আহত হয়েছেন।

শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে শহরের মোবারকগঞ্জ সুগার মিলের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- পুলিশ সুপার শোয়াইব হোসেন, কনস্টেবল আক্তারুজ্জামান ও মহাসিন হোসেন। আহত তিনজনই বরিশাল রেঞ্জে কর্মরত।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেলে মোবারকগঞ্জ চিনিকল এলাকায় কাভার্ড ভ্যানের সাথে পুলিশ পিকআপের সংঘর্ষ হয়। এসময় কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা: মাহাফুজুর রহমান মিয়া।

তিনি জানান, বরিশাল থেকে সারদা যাওয়ার পথে কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ পিকআপটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারা সেখানেই চিকিৎসাধীন আছেন। তবে কাভার্ড ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

Tag :

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সুপারসহ আহত ৩

Update Time : ০৯:০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পুলিশ পিকআপ ও কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে পুলিশ সুপারসহ তিনজন আহত হয়েছেন।

শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে শহরের মোবারকগঞ্জ সুগার মিলের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- পুলিশ সুপার শোয়াইব হোসেন, কনস্টেবল আক্তারুজ্জামান ও মহাসিন হোসেন। আহত তিনজনই বরিশাল রেঞ্জে কর্মরত।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেলে মোবারকগঞ্জ চিনিকল এলাকায় কাভার্ড ভ্যানের সাথে পুলিশ পিকআপের সংঘর্ষ হয়। এসময় কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা: মাহাফুজুর রহমান মিয়া।

তিনি জানান, বরিশাল থেকে সারদা যাওয়ার পথে কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ পিকআপটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারা সেখানেই চিকিৎসাধীন আছেন। তবে কাভার্ড ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।