যশোরঃ
বেনাপোল পৌর ট্রাক টার্মিনালে সামনে ট্রাকের ধাক্কায় রওশন আলী (২৫) নামে এক মটরশ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘাটে। রওশন আলী কুমিল্লা জেলার দাউদকানদী থানার সিরাজচর গ্রামের আব্দুল আলীর ছেলে।
বেনাপোল পোর্ট থানার এসআই সোহেল রানা জানান, নিহত রওশন আলী ট্রাকের হেলপার ছিলেন। বেনাপোলে যানজটের ফলে পৌর ট্রাক টারমিনালের সামনে তিনি ট্রাক থেকে নেমে রাস্তায় দাড়িয়ে ছিলেন। এ সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। মটর শ্রমিকরা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাকড্রাইভার পালিয়ে গেছে। ট্রাক দু’টি পৌর কাউন্সিলরের হেফাজতে আছে।