যশোরঃ
যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গলবাধাল পাকুড় বটতলা গ্রামে বাড়ির উঠানের বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে ৫ বছর বয়সী পূজা রাণী নামে শারিরিক প্রতিবন্ধী এক শিশুর মৃত্যু হয়েছে। পূজার পিতা জঙ্গলবাধাল স্কুলমাঠ বাজারের সেলুন ব্যবসায়ী প্রভাষ চন্দ্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুর দেড়টার দিকে হঠাৎ করেই শিশু পূজা ঘরে বাইরে যায়। এরপর কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। দীর্ঘ সময় খোঁজাখুজির পর দুপুর ২টার সময় উঠানের পাশে বৃষ্টির পানি জমে থাকা ছোট্ট ডোবায় তার পরনের প্যান্ট দেখতে পাওয়া যায়। প্রতিবেশিরা ডোবায় নেমে শিশু পূজাকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে বসুন্দিয়া মোড়ে পল্লী চিকিৎসক (ডাক্তারের) কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
Reporter Name 


















