মাগুরা:
মাগুরার শালিখা উপজেলায় ট্রাকচাপায় ইঞ্জিনচালিত ভ্যানের যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জুনারী গ্রামের আড়পাড়া বুনাগাতী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— শালিখার পুলুম গ্রামের ইবাদুল ফকিরের স্ত্রী শরীফা বেগম (৩২) ও তার মেয়ে খাদিজা (৭ মাস)।
শালিখা থানার ওসি তারকনাথ বিশ্বাস জানান, সকাল সাড়ে ৯টার দিকে ইঞ্জিনচালিত ভ্যানে শরীফা তার মেয়েকে নিয়ে উপজেলা সদর আড়পাড়া যাচ্ছিলেন। পথে বিপরীতমুখী একটি ট্রাক তাদের ভ্যানকে চাপা দে। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। নিহত মা ও মেয়ের লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।