কুষ্টিয়া:
কুষ্টিয়ার কুমারখালীতে আবাদি জমিতে রহস্যজনক গর্তের সন্ধান পাওয়া গেছে। রহস্যজনক এ গর্ত নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দি গ্রামের আবাদি জমিতে গর্ত দেখে জমির মালিক ও এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
জমির মালিক লোকমান হোসেন শেখ জানান, সোমবার সকালে জমিতে তিন ফুট গভীর গর্ত দেখা যায়। গর্তের পাশে বাঁশ, মোটা রশি, বস্তা ও পুরাতন ইট পড়ে ছিল। রহস্যজনক গর্ত দেখে এলাকাবাসীর মধ্যে আতংক দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গর্তের মধ্যে থাকা রাসায়নিক পদার্থজাতীয় বস্তু উদ্ধারসহ নমুনা সংগ্রহ করে।
কুমারখালী থানার ওসি (তদন্ত) রাকিব হাসান জানান, রহস্যজনক এ গর্ত থেকে রাসায়নিক পদার্থজাতীয় বস্তু সংগ্রহ করা হয়েছে। তবে কে বা কারা গর্তটি করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ রহস্য উদ্ঘাটনের জন্য তদন্ত শুরু করেছে।