বিশেষ প্রতিনিধি:
পিছনে বাঁশ দিয়ে বাঁধা রয়েছে গরু। মাঝখানের ছিটে দুইজন নারী বসে আছেন। আনসার বাহিনীর পোশাক পরিহিত এক সদস্য চালাচ্ছেন পিকআপটি। চালকের বাম পাশে বসে আছেন পাঞ্জাবি পরিহিত একজন। দ্রুতই এগিয়ে যাচ্ছিল পিকআপটি।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এমনই চিত্র দেখা গেছে ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া মোড় এলাকায়। পিকআপটির নম্বর ঢাকা মেট্রো-ঠ-১৩-১৯৮৩।
গাড়িটি জেলার কালীগঞ্জ শহর থেকে নজরে আসে এই প্রতিবেদকের। ঝিনাইদহ শহরের হামদহ এলাকা পর্যন্ত গাড়িটি দ্রুত গতিতেই এগিয়ে চলছিল। কোনো স্থানে না থামায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে গরুটি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোপাখিয়া গ্রাম থেকে নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।
জানা গেছে, বাহিনীর গাড়ি শুধুমাত্র সরকারি কাজে ও আনসার সদস্যদের দায়িত্ব পালনের ক্ষেত্রে ব্যবহার যোগ্য। কোনোভাবেই কেউ ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারেন না।
এ ব্যাপারে ঝিনাইদহ জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উপ-পরিচালক মো. আশিকুজ্জামান বলেন, উক্ত নম্বরের গাড়িটি ঝিনাইদহ কার্যালয়ের না। তবে এই গাড়ি সরকারি কাজ অথবা সদস্যদের দায়িত্ব পালনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য। কোনোভাবেই কেউ ব্যক্তিগতভাবে ব্যবহার করতে পারবে না।
ভিডিও দেখুন…