শ্রীলংকার বিপক্ষে ১ গোলে এগিয়ে বাংলাদেশ
সবুজদেশ ডেস্ক:
সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই জ্বলে উঠেছে বাংলাদেশ। মালদ্বীপের মালের ন্যাশনাল স্টেডিয়ামে দারুণ ফুটবল খেলে শ্রীংলকার বিপক্ষে লিড নিয়েছে লল-সবুজের দল।
গোলশূন্য প্রথমার্ধ শেষ হলে। আর দ্বিতীয়ার্ধে নেমেই গোলের দেখা পেলেন তপু বর্মন।
৫৬ মিনিটে বাংলাদেশের আক্রমণ ঠেকাতে গেলে হাতে বল লাগে লঙ্কান এক ডিফেন্ডারের। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সফল স্পট কিক থেকে শ্রীলংকার জালে বল জড়িয়ে দেন তপু। প্রথমার্ধের ইনজুরি সময়ে অবশ্য গোল পেতে পারতেন তপু।
ইয়াসিন আরাফাতের লম্বা ক্রসে দারুণ হেড নিয়েছিলেন তপু। কিন্তু শ্রীলংকার গোলরক্ষক বাঁ দিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে দলকে সে যাত্রায় রক্ষা করেন।
শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ দল
আনিসুর রহমান জিকো, ইয়াসিন আরাফাত, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, জামাল ভূঁইয়া, জুয়েল রানা (সাদউদ্দিন), মোহাম্মদ ইব্রাহিম, বিপলু আহমেদ, রাকিব হোসেন ও সুমন রেজা।