ঢাকা ০২:৩১ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

শাকিরার ওপর আক্রমণ করে পার্স ছিনিয়ে নিল বন্য শূকর!

  • Reporter Name
  • Update Time : ০৮:২৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১
  • ১৭৮ Time View

ছবি: সংগৃহীত

সবুজদেশ ডেস্কঃ

ওয়াকা ওয়াকা (দিস টাইম ফর আফ্রিকা) একটি বিশেষ ধরনের গান।  গানটি ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ফুটবলের আনুষ্ঠানিক গানের মর্যাদা পেয়েছিল। সেই ওয়াকা ওয়াকা খ্যাত কলম্বিয়ার গায়িকা শাকিরা বন্য শূকরের আক্রমণের শিকার হয়েছেন। এ সময় তার সঙ্গে আট বছরের ছেলে মিলানও ছিল। হামলার পর দুটি শূকর তার ব্যাগটি ছিনিয়ে নেয়। ব্যাগের মধ্যে মোবাইল ও মূল্যবান জিনিসপত্র ছিল।

গত বুধবার ইন্সটাগ্রাম স্টোরিতে তিনি এ কথা জানান।  স্পেনের বার্সেলোনার কাছে একটি পার্কে বেড়াতে যান শাকিরা। বিবিসিকে তিনি বলেছেন, দুটি বন্য শূকর তার ও তার ছেলের ওপর হামলা করেছে। সেখান থেকে তার হাত ব্যাগটি ছিনিয়ে নিয়ে গেছে। ব্যাগের মধ্যে মোবাইল ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিল। 

তিনি বুধবার ইন্সটাগ্রামে স্টোরিতে লেখেন, তারা আমার সবকিছু ধ্বংস করে দিয়েছে। 

স্টোরির একটি অংশে তিনি ছেলের উদ্দেশ্যে বলেন, ‘মিলান, সত্যিটা বলো, কীভাবে তোমার মা এই বন্য শূকরের মোকাবিলা করেছে।’

স্পেনে গত কয়েক বছর ধরে বন্য শূকরের হামলার ঘটনা প্রায় নিয়মিত ঘটছে। ২০১৬ সালেই এ বিষয়ে স্প্যানিশ পুলিশ প্রায় ১২শ অভিযোগ পেয়েছে। শহুরে এলাকায় বন্য প্রাণীর বিচরণ রুখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Tag :